ভুয়া ঠিকানা দিয়ে ঢাকার ডিসি অফিসে চাকরি করে ভোলার ফিরোজ
ঢাকা জেলা প্রশাসকের প্রশাসনিক কাঠামোর ভেতর থেকে ভয়াবহ এক চাকরি জালিয়াতির চক্রের তথ্য সামনে এসেছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এমএলএসএস পদে নিয়োগ পেতে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া ঠিকানা ব্যবহার করে মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে এমএলএসএস মোঃ ফিরুজের বিরুদ্ধে। এমএলএসএস ফিরোজ বর্তমানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় কর্মরত।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এমএলএসএস পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা সত্ত্বেও, ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে ঘুষ বানিজ্যের মাধ্যমে মো. ফিরোজ উক্ত এমএলএসএস পদে নিয়োগ পান এবং চাকরিতে যোগদান করেন।
সরেজমিন অনুসন্ধানে জানাযায়, মো. ফিরোজ ভোলা জেলার চরফ্যাসন উপজেলার আমিনাবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা ইউসুফ মোল্লার ছেলে। তিনি তার ব্যক্তিগত তথ্য গোপন করে মোটা অঙ্কের ঘুষের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে এমএলএসএস হিসেবে চাকরি করে আরছেন।
কে এই ফিরোজ: মো. ফিরোজের পিতার নাম মো. ইউছুফ, মাতার নাম- ময়ফুল, স্থায়ী ঠিকানা:- গ্রাম- আমিনাবাদ, ওয়ার্ড নং ৫, ডাকঘর- আমিনাবাদ, উপজেলা-চরফ্যাশন, জেলা- ভোলা। ফিরোজ ভোলার চরফ্যাশনের আমিনাবাদ হাকিমিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল পাশ এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ কুইচ্চামারা ফাজিল মাদ্রাসা থেকে ২০০৬ সালে আলিম পাশ করেন।
জানা যায়, ফিরোজের মায়ের মৃত্যু হয় ২০০৯ সালে ও বাবা মৃত্যুবরণ করেন ২০১০ সালে এরপর ফিরোজ ২০১০ সালে চরফ্যাসন থেকে ঢাকায় এসে ঢাকার কাওরান বাজারের একটি প্রাইভেট অফিসে পিয়ন পদে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা আইনজীবী সহকারী (মুহরি) সমিতিতে সদস্য হন ২৫/০১/২০১১ ইং তারিখে। তার সদস্য নং ১৩৯৫। চাকরির সুবাধে পরিচয়পত্রের দরকারে তিনি গত ২০/১২/২০০৮ ইং তারিখে চরফ্যাসন উপজেলাধীন ৫ নং আমিনাবাদ ইউনিয়ন পরিষদ থেকে ততকালীন চেয়ারম্যান ফজলুর রহমান মিয়া স্বাক্ষরিত নাগরিক সদনপত্র অনুসন্ধান টিমের হাতে এসেছে। এছাড়াও তিনি নিজ গ্রামের কালিমুল্লাহ জামে মসজিদের বর্তমান সভাপতি।
ক্ষমতার অপব্যবহারঃ ঢাকা ডিসি অফিসে চাকরি করার সুবাধে ফিরোজ বিভিন্ন সময় বিভিন্ন ব্যাক্তির নামে ভূয়া গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে হয়রানি করে, পরে নিজেই সমঝোতা ও জামিন করানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। তদন্তে উঠে এসেছে এমনি এক ভুক্তভোগী পরিবারের তথ্য, গত ২৫/০৪/২০১৮ সালে ভোলার চরফ্যাশনের কালাম মাতোব্বর নামের এক ব্যাক্তির নামে ভূয়া গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছেন ঢাকার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে। যার সিআর মামলা নং ২৮১/১৮। ধারা: ৪২০/৪০৬ দ.বি.। পরবর্তীতে ওই আসামি ভোলার চরফ্যাশন থেকে গ্রেফতার হন এবং ঢাকা থেকে দীর্ঘদিন পর জামিন পান। অথচ গ্রেফতার হওয়া ওই মামলার কোনো অস্তিত্বও খুঁজে পাননি বিচারক। তবে কালাম মাতব্বরের থেকে মোটা অংকের অর্থ কামিয়েছেন ফিরোজ। পরবর্তী ফিরোজের নিকটাত্মীয় উকিল এবং যার সাথে মহুরির কাজ করতেন, তিনি ওই গ্রেফতারি পরোয়ানায় আসামির নাম ঠিকানা ফিরোজের নিজের হাতে লেখা বলে দাবী করেন।
সম্পদের পাহাড়: ২০১৬ সালে ঢাকা ডিসি অফিসে এমএলএসএস পদে চাকরি পাওয়ার পর ২০১৭ সালে চরফ্যাসন পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে ফিরোজ ৬ কাঠা জমিতে ভবন নির্মাণ শুরু করেন, ২০২০ সালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৫ কাঠা জমি ক্রয়করে ভবন নির্মাণ করেন। ২০২২ সালে সাভারের আমিনবাজারে ৫ কাঠা জমি ক্রয় করেন বলে জানাযায়। এছাড়াও তার ব্যাংকে আয়বহির্ভূত লেনদেন রয়েছে বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি নিতে জাল জালিয়াতিতে সহযোগিতা করেছেন মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক অহিদ উল্লাহ। ফিরোজ চাকরি নেয়ার সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার পরলে জাল কাগজপত্র তৈরিকরে দেন এই অহিদ উল্লাহ।
সার্বিক বিষয় এমএলএসএস ফিরোজের কাছে জানতে চাইলে। তিনি জানান, এসব রিপোর্টে আমার কিছুই হবেনা।
সংশ্লিষ্টদের মতে: এই ঘটনা শুধু একটি
ব্যক্তির নয়-এটি ব্যবস্থাগত দুর্নীতির প্রতিচ্ছবি। এটি স্পষ্ট করে যে, চাকরির নামে ভুয়া কাগজপত্র, ঘুষ, অভ্যন্তরীণ সুবিধা ও দালাল চক্র মিলে পুরো নিয়োগ ব্যবস্থা জিম্মি করে রেখেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত মেধাবী ও যোগ্য প্রার্থীরা।
সরকারি চাকরিতে ভুয়া ঠিকানা ও ঘুষ-নির্ভর নিয়োগ ঠেকাতে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কঠোর তদন্ত ও অভিযানের দাবি উঠেছে। যদি এই জালিয়াতি চক্র ভেঙে ফেলা না হয়, তবে শুধুমাত্র কয়েকটি পদ নয় সমগ্র প্রশাসনই হারাবে জনগণের আস্থা।
এমএসএম / এমএসএম
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
কল্যাণ সমিতিতে প্রভাব বিস্তারের চেষ্টায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: সমিতির নির্বাচন কমিশনার
পুরান ঢাকায় রাজউকের নীতিমালা অমান্য করে অবৈধ বহুতল ভবন নির্মাণ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদপুরে বিশেষ দোয়া ও মোনাজাত
আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
ভুয়া ঠিকানা দিয়ে ঢাকার ডিসি অফিসে চাকরি করে ভোলার ফিরোজ
গুলশানে রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান
উত্তরা ব্যাংক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন
রাজউকের কোটি টাকার প্লট দখল ও হত্যার হুমকি: থানায় জিডি, তদন্তে পুলিশ
ক্র্যাবের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে জাতীয়তাবাদী বৈষম্য নিরসন কমিটি গঠন