ভূমিকম্প: আতঙ্ক নয়, প্রয়োজন দ্রুত পদক্ষেপ ও সমন্বিত প্রস্তুতি
বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করণীয় নির্ধারণ এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) গতকাল আগারগাঁওস্থ নিজস্ব কার্যালয়ে ‘ভূমিকম্প: বাস্তবতা, ধারণা ও সচেতনতার কৌশল’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা আতঙ্কিত না হয়ে বাস্তবসম্মত প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ এবং নির্মাণকাজে যথাযথ তদারকির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
ইনস্টিটিউটের সভাপতি, স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের প্রখ্যাত পুর প্রকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদ, ভূতত্ত্ববিদ এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
বিশেষজ্ঞদের মূল পরামর্শ ও সতর্কতা
আলোচনায় বিশেষজ্ঞরা ভূমিকম্পজনিত ক্ষতি কমানোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন:
আতঙ্ক নয়, তদারকি: প্রখ্যাত পুর প্রকৌশলী অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া বলেন, অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ঠিকভাবে দায়িত্ব পালন করলে এবং ভবন নির্মাণ যথাযথভাবে তদারকি করলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি তাড়াহুড়ো না করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
তদারকি ও ক্ষতি হ্রাস: নগর পরিকল্পনাবিদ ও স্থপতি ইকবাল হাবিব বলেন, ভূমিকম্প প্রতিরোধ করা না গেলেও ক্ষতি কমানো সম্ভব। তিনি ভবন অনুমোদন প্রক্রিয়ায় তদারকি না থাকার বিষয়টি উদ্বেগজনক বলে উল্লেখ করেন এবং ব্লক ডেভেলপমেন্ট ও টিডিআর বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সমন্বিত কাজের আহ্বান: বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান জানান, সব সিভিল ইঞ্জিনিয়ার ভূমিকম্প-সহনশীল ডিজাইনে দক্ষ নন। তিনি স্থপতি ও প্রকৌশলীর সমন্বিতভাবে কাজ করার এবং নিয়মিত সিপিডি (ঈড়হঃরহঁরহম চৎড়ভবংংরড়হধষ উবাবষড়ঢ়সবহঃ) ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
দ্রুত পদক্ষেপের তাগিদ: বাস্থই-এর সাবেক সভাপতি কাজী গোলাম নাসির অ-বৈজ্ঞানিক পূর্বাভাস ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করেন। তিনি বলেন, “ভয় নয়, এখন প্রয়োজন দ্রুত পদক্ষেপ নেওয়া”— যার মধ্যে রয়েছে:
ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা।
জরুরি সেবা পৌঁছানোর জন্য সরু সড়ক প্রশস্ত করা।
হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো শক্তিশালীকরণ।
দক্ষ পেশাজীবীদের মাধ্যমে নতুন ভবন নির্মাণের আগে যথাযথ মাটির পরীক্ষা নিশ্চিত করা।
নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানোর উদ্যোগ
সভাপতির বক্তব্যে স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ বলেন, পোস্ট ডিজাস্টার নিয়ে কাজ করলে আমরা সরকারকে অনেক কিছু রেকমেন্ড করতে পারব, আমরা দেশকে এবং দেশের সব কিছুকে রক্ষা করতে চাই।
গোলটেবিল আলোচনা থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান সকলে। একইসঙ্গে ভূমিকম্প-সম্পর্কিত ভুল ধারণা দূর করে বাস্তবসম্মত প্রস্তুতি গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন বাস্থই-এর সহসভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি নওয়াজীশ মাহবুব। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।
Aminur / Aminur
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর ৩০ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী করার জন্য বোর্ড-প্রস্তুত মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের শক্তিশালী পাইপলাইন প্রদর্শনের জন্য আইসিএবি এবং আইএফসি উচ্চ-স্তরের গোলটেবিল বৈঠক আয়োজন
যমুনা ব্যাংক পিএলসি এবং হরাইজন রেমিট এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার মধ্যে বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর
দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল শুরু হচ্ছে ১১ ডিসেম্বর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১০তম সভা অনুষ্ঠিত
শোক সংবাদ
ইউনিয়নপে কার্ড ইস্যু সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক পিএলসি
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ ছাদেকুর রহমান
বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ নিলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা