কল্যাণ সমিতিতে প্রভাব বিস্তারের চেষ্টায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: সমিতির নির্বাচন কমিশনার
রাজধানীর উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এম এম আনোয়ারুল ইসলাম পলাশ বলেছেন, বিগত আমলে যারা কল্যান সমিতির আড়ালে নিজেদের পকেটের কল্যাণ করেছে তারা কেউ চায় না এই সোসাইটির উন্নয়ন হোক। নিজের উন্নয়নে বাধা ছাড়াও কল্যাণ সমিতিতে প্রভাব বিস্তারের চেষ্টায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমার নামে।
আসন্ন উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ও সোসাইটির উন্নয়ন নিয়ে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার পলাশ।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের পতন হলে সমিতিতে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয় কিন্তু সে কমিটিতে আমি ছিলাম না। পরবর্তী সময়ে ২০ রমজান ইজিএম এর মাধ্যমে নতুন কমিটিতে আমার নাম আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। তৎক্ষণাৎ পদত্যাগ করে আমি মোঃ বদিউল আলম এর নাম প্রস্তাব করি এবং তাতে সবাই খুশি মনে সম্মতিও প্রদান করেন।
সমাজসেবা অধিদপ্তর থেকে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটিটি নিবন্ধনকৃত, তাই নিদিষ্ট সময়ে নির্বাচন জরুরি। গতানুগতিক নিয়মকে সামনে রেখে গত ১৬ অক্টোবর সমিতির ৩১তম নিয়মিত মাসিক সভায় নির্বাচন নিয়ে আলোচনাকালে প্রধান নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হয় সকালের উপস্থিতিতে। যা গত ২০ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
ওয়েলফেয়ার সোসাইটিতে নিজের পরিচয় গড়ে উঠা নিয়ে তিনি বলেন, এ সেক্টরে বসবাস শুরু করি অনেক আগে থেকে। আনুমানিক ১৯৯৬ সালে আমার মা আনোয়ারা বেগম কল্যাণ সমিতির সাথে যুক্ত হয় সদস্য হিসেবে। পরবর্তী সময়ে তিনি মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সেক্টর -৬ ও সমন্বিত উত্তরার ১৮টি সেক্টরের দায়িত্ব পালন করেন। এখনো তার নাম আজীবন দাতা সদস্য হিসেবে নাম আছে। যদিও তিনি দুনিয়ায় মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। সুতরাং এ সেক্টরের সাথে আমার অনেক দিনের জানাশুনা আছে । নতুন করে তো পরিচয়ের কিছু নেই।
সেক্টরে নিজের রাজনৈতিক প্রভাব নিয়ে তিনি বলেন, আমার স্বপ্ন পিরোজপুর -১ আসনকে ঘিরে। বিএনপির রাজনীতির সাথে পথচলা আমার কৈশোর থেকে। শুধু সেক্টরে-৬ এ নয় উত্তরার সিনিয়র বিএনপির নেতা কর্মীরা ছাড়া আমার নাম অনেকেই জানতো না। কারণ নিজ এলাকা ও কেন্দ্র ছাড়া তো চিন্তা করি নাই। তবে জুলাই আন্দোলনে উত্তরার রাজপথে অবস্থান করা কালে অনেকেই চিনেছেন এবং জানেছেন। সেক্ষেত্রে তো নতুন করে প্রভাব খাটানোর কিছু নেই বলে আমি মনে করি।
সেক্টরে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের উপস্থিতি বা প্রভাব নিয়ে তিনি বলেন, বাংলাদেশের এক ঘৃণিত অধ্যায় রচনা করেছেন বিগত স্বৈরশাসক আওয়ামী সরকারের বর্বরোচিত জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা মাধ্যমে। এ ঘটনায় প্রতিটি বাঙালির হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা শুকানোর নয়। এ সেক্টরে ভোটার সংখ্যা প্রায় এক হাজার। যে কোন বিষয়ে ভোটারদের উপস্থিতিতে আলোচনা সভা করতে হলে চিঠির মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। সমিতিতে ব্যক্তিগত ভাবে কারও উপস্থিতি বা প্রভাব খাটানোর কিছু নেই যে আমি নির্বাচন কমিশনার হয়ে কাউকে নতুনভাবে প্রমোট করবো। এ সেক্টরে ছাত্র হত্যা মামলার আসামি থাকার সঠিক তথ্য জানালে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করবো। আমরা সোসাইটির শৃঙ্খলা ফেরাতে কাজ করছি।
সেক্টর-৬ এর স্থানীয় বিএনপির নেতা কর্মীদের সাথে সম্পর্ক কেমন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুরুতেই বলেছি। আমার রাজনীতি সব এলাকা ও কেন্দ্রে। তারপরেও বিএনপি ও বিএনপির সকল সহযোগী সংগঠন, সমন্বয়কসহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের সাথে আমার সুসম্পর্ক আছে। কারণ তাদের সাথে আমার পরিচয় রাজপথ থেকে।
উত্তরা সেক্টর- ৬ ওয়েলফেয়ার সোসাইটি যেহেতু একটি অরাজনৈতিক সংগঠন। তাই এ সোসাইটি যেন রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। সেক্টর এবং মসজিদে কিছু বহিরাগত ও সেক্টরে বসবাসরত ফ্যাসিস্ট হাসিনার দোসর(জুলাই আন্দোলনের শত্রু) অতিমাত্রায় রাজনৈতিক পরিচয় দিয়ে উসকানিমূলক কর্মকান্ড করছে, যেন নির্বাচনকে বানচাল হয়। এ সেক্টরে বসবাস করেন অনেক উচ্চ পর্যায়ের সুশিক্ষিত ব্যক্তিবর্গরা। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব বর্তায় কল্যাণ সমিতির উপর। তা নিশ্চিত করতে আগামী নির্বাচন হবে ফ্যাসিস্ট ও রাজনৈতিক প্রভাব মুক্ত, এই আশাবাদ ব্যক্ত করছি। তবে আমি একা কিছু করতে পারবো না সবার সাহায্য-সহযোগিতা একান্তই প্রয়োজন।
এমএসএম / এমএসএম
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
কল্যাণ সমিতিতে প্রভাব বিস্তারের চেষ্টায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: সমিতির নির্বাচন কমিশনার
পুরান ঢাকায় রাজউকের নীতিমালা অমান্য করে অবৈধ বহুতল ভবন নির্মাণ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদপুরে বিশেষ দোয়া ও মোনাজাত
আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
ভুয়া ঠিকানা দিয়ে ঢাকার ডিসি অফিসে চাকরি করে ভোলার ফিরোজ
গুলশানে রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান
উত্তরা ব্যাংক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন
রাজউকের কোটি টাকার প্লট দখল ও হত্যার হুমকি: থানায় জিডি, তদন্তে পুলিশ
ক্র্যাবের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে জাতীয়তাবাদী বৈষম্য নিরসন কমিটি গঠন