৪৮ ঘণ্টা পরও প্রচারণামূলক উপকরণ অপসারণ না করায় পটুয়াখালীতে প্রশাসনের অভিযান
নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচারণামূলক উপকরণ সরিয়ে ফেলার নিয়ম থাকলেও, পটুয়াখালীর বিভিন্ন স্থানে দলীয় পোস্টার ও ফেস্টুন অবৈধভাবে থাকায় অভিযান চালিয়ে সেগুলো অপসারণ করেছে জেলা প্রশাসন। জেলা নির্বাচন অফিসের নির্দেশে এবং পটুয়াখালী পৌরসভার সরাসরি সহযোগিতায় রবিবার বিকেলে সদর রোড ও সংশ্লিষ্ট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধিমালার ধারা ৭ (১) অনুসারে, ভোটার তালিকা (তফসিল) প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে তাদের সব প্রচারণামূলক পোস্টার, ফেস্টুন, ব্যানার ইত্যাদি স্বেচ্ছায় অপসারণ করতে হয়। তবে পটুয়াখালী সদর এলাকায় নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনের দেয়ালে অসংখ্য দলীয় পোস্টার ও ফেস্টুন থেকে যাওয়ায় প্রশাসন বাধ্য হয়েই অভিযানের সিদ্ধান্ত নেয়।
জেলা নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে এবং পৌরসভার কর্মচারীদের সমন্বয়ে একটি যৌথ দল পটুয়াখালী সদর রোডে অপসারণ কার্যক্রম শুরু করে। তারা দেয়াল, বৈদ্যুতিক খুঁটি, বাসস্ট্যান্ড ও অন্যান্য সরকারি স্থাপনা থেকে রাজনৈতিক দলগুলোর পোস্টার ও ফেস্টুন খুলে নিয়ে তা সরিয়ে ফেলে।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি জানান, "নির্বাচনী বিধিমালা সবার জন্য সমভাবে প্রযোজ্য। তফসিল প্রকাশের পর একটি সময়সীমা দেওয়া হয় প্রচারণা সামগ্রী সরানোর জন্য। সেই সময় উত্তীর্ণ হওয়ার পরও অনেক স্থানে পোস্টার-ফেস্টুন লাগানো থাকতে দেখা যাচ্ছিল। এগুলো অপসারণে আমরা স্থানীয় প্রশাসন ও পৌরসভাকে দিয়ে অভিযান পরিচালনা করছি।"
পটুয়াখালী পৌরসভার এক কর্মকর্তা অভিযান সম্পর্কে বলেন, "আমরা আগেই সংশ্লিষ্ট দলীয় নেতা-কর্মীদের অবহিত করেছিলাম। কিন্তু তারা সঠিক সময়ে সরিয়ে নিচ্ছিলেন না। তাই আমরা জেলা নির্বাচন অফিসের সহায়তায় নিজেদের উদ্যোগে এই অপসারণ কার্যক্রম চালাই।"
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "রাস্তাঘাটে এত পোস্টার লাগানো থাকায় শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগ ভালো লাগল। নিয়ম মেনে চলা উচিত সবার।"
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, শহরের অন্যান্য এলাকা থেকেও অনুরূপ অবৈধ প্রচারণামূলক সামগ্রী অপসারণের কাজ চলবে। এছাড়া, ভবিষ্যতে যেন কোনো দল বা প্রার্থী নিয়ম লঙ্ঘন না করেন, সেদিকে কড়া নজরদারি রাখারও কথা জানান তারা।
এমএসএম / এমএসএম
শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল
অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম
কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি
ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের মাইক অপারেটর গ্রেফতার
বাকৃবিতে গবেষণা পদ্ধতি ও ল্যাবরেটরি কৌশল বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশ্ব মানবাধিকার দিবসে পিস এওয়ার্ড পেলেন শামীমা নাইস
ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী নগরীতে গণসংযোগকালে হাজী ইয়াছিন