ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী নগরীতে গণসংযোগকালে হাজী ইয়াছিন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, গণসংযোগকালে একটি প্রশ্ন আপনাদের মনে সবসময়ই ঘোরে—নমিনেশনের কী খবর। আপনারা আমাকে প্রায়ই এ বিষয়ে জানতে চান। আমি আবারও পরিষ্কার করে বলতে চাই, কিছুদিন আগে যে নমিনেশন দেওয়া হয়েছে, সেটি ছিল প্রাথমিক সিলেকশন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ বারবার স্পষ্ট করে বলেছেন—ফাইনাল সিলেকশন তারা দেবেন।
তিনি আরও বলেন, আপনারা কি চান না আমি আপনাদের পাশে থাকি? আপনারা যেহেতু আমাকে চান, আমি বিশ্বাস করি দলও আমাকে চাইবে। যখন ফাইনাল তালিকা প্রকাশ হবে, তখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নগরীর মোঘলটুলি ও রাজগঞ্জ বাজার এলাকায় দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লা নিয়ে হাজী ইয়াছিনের স্বপ্ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এই দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি জনগণের মনের কথা শুনতেন এবং জনগণ যা চাইত, তাই বাস্তবায়ন করতেন বলেই তার শাসনামলে দেশ এগিয়ে গিয়েছিল। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা রাষ্ট্রনায়ক তারেক রহমানও জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করছেন। জনগণ যা চাইবে, দলও তাই চাইবে—এটাই বিএনপির রাজনীতির মূল দর্শন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, গত ১৭-১৮ বছর আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। আদালতের বারান্দায় থেকেছি, নিম্ন আদালতে জামিন না হলে হাইকোর্টে গিয়ে জামিনের ব্যবস্থা করেছি। নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নিয়েছি এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবো।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহাবুবর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল,মনির হোসেন পারভেজ, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ,কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাসা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, কুমিল্লা মহানগর কৃষকদলের আহবায়ক কাজী শাহিনুর,সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা,জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যরা।
এসময় স্থানীয় ব্যবসায়ী ও নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এমএসএম / এমএসএম
অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম
কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি
ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের মাইক অপারেটর গ্রেফতার
বাকৃবিতে গবেষণা পদ্ধতি ও ল্যাবরেটরি কৌশল বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশ্ব মানবাধিকার দিবসে পিস এওয়ার্ড পেলেন শামীমা নাইস
ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী নগরীতে গণসংযোগকালে হাজী ইয়াছিন
বালিয়াকান্দিতে অবৈধ ভাবে বালু মজুদের পায়তারা