ভূরুঙ্গামারীতে মহান বিজয় দিবস উদযাপন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকালের প্রথম প্রহরে ভূরুঙ্গামারী বাস টার্মিনাল গোল চত্তরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, ভুরুঙ্গামারী থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি পুষ্প স্তাবক অর্পণ করেন।
মঙ্গলবার( ১৬ ডিসেম্বর) সকাল ৯টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, ও বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং প্যারেড ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ, আনসার ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, বিএনপি আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলার আমির আজিজুল রহমান সরকার স্বপন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।
ভূরুঙ্গামারীতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো ছিল প্রাণবন্ত ও গৌরবোজ্জ্বল, যা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে কুচকাওয়াজ ও প্যারেড এ অংশ গ্ৰহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এমএসএম / এমএসএম
বগুড়া-৫ শেরপুর-ধুনটে কে হচ্ছেন আট দলের প্রার্থী
মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ,
মহান বিজয় দিবসে ইছানগর যুব সংঘের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত
বিরামপুরে কারিতাসের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত
রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় রাত ৮টায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন
বালাগঞ্জে নানা কর্মসূচিতে সাঙ্গ হলো বিজয় দিবস
প্রয়াত ড হৃাম্রাউ মারমা সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার ও মহাসংঘদান অনুষ্ঠিত
নৌকার জীবন পেছনে ফেলে শেষ বয়সে স্থায়ী আশ্রয় পেলেন রায়গঞ্জের বৃদ্ধ দম্পতি
উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ
কোনাবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপন