রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে এগিয়ে ওয়ালিদ
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন ( RCHSCAA ) ২০২৫-২৮ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নির্বাহী সদস্য পদে লড়ছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব (প্রশাসন) ও শিক্ষাবোর্ড অফিসার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো: ওয়ালিদ হোসেন (এম.জে.এফ) ।
লায়ন ওয়ালিদ হোসেন রাজশাহী কলেজের এইচএসসি ১৯৮৭ ব্যাচের ছাত্র। তিনি কার্যকরী সদস্য প্রার্থীদের মধ্যে পরিচিতি এবং জনপ্রিয়তায় রয়েছেন বলে জানিয়েছেন ভোটাররা।
আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি যথাক্রমে রাজশাহী ও ঢাকায় অনুষ্ঠিতব্য এ নির্বাচনে শক্তিশালী টিম তুষার-কাকলী-তাসু প্যানেলে তিনি কার্যকরী সদস্য পদে মনোনিত হয়ে ভোটে নেমেছেন ৷ তুষার-কাকলী-তাসু পরিষদ হচ্ছে প্যানেল ক'। প্যানেল ক' অভিজ্ঞতা ও উদ্যমের সমন্বয়ে গঠিত ১৯৭৫–২০১৩ ব্যাচের সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে। এই প্যানেলে ৪৩ জন সদস্যের মধ্যে রয়েছেন—চিকিৎসক, প্রকৌশলী , উদ্যোক্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সেনা ও পুলিশ অফিসার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবকসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা।
কার্যকরী সদস্য প্রার্থী লায়ন ওয়ালিদ সকালের সময়'কে বলেন, এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং এটি সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, পরিকল্পনা ও কাঠামোগত বিকাশের ভিত্তিপ্রস্তর। আমাদের প্যানেলে বিভিন্ন পেশার মানুষ থাকায় বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।” আমাদের প্যানেলে প্রতিটি দায়িত্ব এমন প্রার্থীকে দেওয়া হয়েছে যিনি তার পেশাগত অভিজ্ঞতার আলোকে ওই পদে দায়িত্ব পালন করার যোগ্য। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে ঢাকায় যোগ্য সদস্য থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্যানেলটি বলছে যে, ঢাকায় যোগাযোগ ও প্রভাব (connectivity/influence) একটি কার্যকরী ফ্যাক্টর — তাই তাদের ৪৩ জন প্যানেল সদস্যের মধ্যে প্রায় অর্ধেক রাজশাহী ও অর্ধেক ঢাকা থেকে নির্বাচিত করা হয়েছে। ‘যোগ্যতা ও কাজের বাস্তব প্রয়োজনে’ এই প্যানেলকে অন্যদের থেকে স্পষ্টভাবে আলাদা করে দেখার সুযোগ রয়েছে। “আপনি যদি রাজশাহী কলেজের এলামনাই অ্যাসোসিয়েশনকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আবেগের সঙ্গে বাস্তবতার সমন্বয় করে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে বিবেচনা করবেন।”
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫