ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

কোনাবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ২:৩

নানা আয়োজন, গভীর শ্রদ্ধা আর আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে উদযাপিত হয়েছে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন—মহান বিজয় দিবস।
১৬ ডিসেম্বর ভোর ৬টা থেকেই কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে একে একে শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ভোর থেকেই শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতি স্তম্ভ।
এদিন কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠের শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস-এর গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কাশিমপুর-কোনাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর বারী, বিজয় টিভির প্রতিনিধি তৌফিক, এনপিবির প্রতিনিধি মেহরাব হোসেন, সাংবাদিক জুয়েল রানা, সাহিনুর ইসলাম শাহীন, মুন্নাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এরপর সকাল সাড়ে ৮টায় কোনাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন-এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবুল বাসার, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খায়রুল হাসান মামুন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা জিয়া পরিষদের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, কলেজের সহকারী অধ্যাপক হেলাল মিয়া, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে ক্যামব্রিজ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এবং কোনাবাড়ী মেট্রো থানা জিয়া পরিষদের নেতৃবৃন্দ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জিয়া পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন বলেন,
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ত্যাগ ও আত্মোৎসর্গ আমাদের প্রজন্মের জন্য চিরন্তন পথনির্দেশক। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁদের স্মরণ করা হবে।
গভীর আবেগ, ভালোবাসা ও দেশপ্রেমে ভর করে কোনাবাড়ীতে পালিত এ মহান বিজয় দিবস নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এমএসএম / এমএসএম

উপকার করলে থাকে না পিঠের ছাল, বাস্তব প্রতিচ্ছবি অর্জুন গাছ

মহান বিজয় দিবসে আনোয়ারা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

লাকসামে বাংলাদেশ জামায়াত ইসলামী’র উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মনপুরায় চরে চরে চর ঘেরা জালের বিচরণ নেই মৎস্য অফিসের কার্যকর তদারকি

নালিতাবাড়ীতে মাদ্রাসায় নেই বিজ্ঞান শাখা, তবুও কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ড ও সহকারী নিয়োগ

বগুড়া-৫ শেরপুর-ধুনটে কে হচ্ছেন আট দলের প্রার্থী

মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ,

মহান বিজয় দিবসে ইছানগর যুব সংঘের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

বিরামপুরে কারিতাসের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত

রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় রাত ৮টায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

বালাগঞ্জে নানা কর্মসূচিতে সাঙ্গ হলো বিজয় দিবস