দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ
নৌকার জীবন পেছনে ফেলে শেষ বয়সে স্থায়ী আশ্রয় পেলেন রায়গঞ্জের বৃদ্ধ দম্পতি
চারদিকে নীরব জলরাশি, তার মাঝেই ভাসমান একটি ছোট্ট নৌকা—এই নৌকাতেই কেটেছে জামাত আলী (৬৫) ও সখিনা বেগমের জীবনের বহু বছর। ঝড়-বৃষ্টি, শীত আর রোদের সঙ্গে লড়াই করেই নৌকাকে ঘর বানিয়ে দিন পার করতেন এই বৃদ্ধ দম্পতি। জীবনের শেষ প্রান্তে এসে নিরাপদ একটি আশ্রয়ের স্বপ্ন যেন তাদের কাছে ছিল অধরাই।
স্থায়ী ঠিকানা না থাকা, নিরাপত্তাহীন জীবন আর মানবেতর কষ্ট—সব মিলিয়ে তাদের জীবন প্রশ্ন তুলেছিল সমাজের বিবেকের কাছে। এই বাস্তবতা উঠে আসে দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে মানবিক সংগঠন হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট-এর।
সংগঠনটির অর্থায়নে এবং ‘প্রচেষ্টা সবার জন্য’ নামের মানবিক উদ্যোগের প্রতিষ্ঠাতা সাহবাজ খান সানি-এর তত্ত্বাবধানে বৃদ্ধ দম্পতির জন্য নির্মাণ করা হয় একটি টেকসই বসতঘর। ঘরের সঙ্গে যুক্ত করা হয় স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। পাশাপাশি দেওয়া হয় চৌকি, লেপ, বালিশসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও নিত্যব্যবহার্য সামগ্রী।
নিজস্ব জমি না থাকায় মানবিকতার অনন্য নজির স্থাপন করেন স্থানীয় দিনমজুর আলম শেখ। তিনি তার বাড়ির আঙিনায় বৃদ্ধ দম্পতির থাকার জন্য জায়গা দেন। স্থানীয়দের ভাষায়, এই সহানুভূতি ও সহমর্মিতা সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
নতুন ঘরের বারান্দায় বসে আবেগ সংবরণ করতে না পেরে জামাত আলী বলেন, “জীবনের শেষ সময়ে একটা নিজের ঘর পাবো, কখনো কল্পনাও করিনি। নৌকার কষ্টের দিনগুলো মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। আল্লাহ আজ আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন।”
তার স্ত্রী সখিনা বেগম বলেন, “শীত আর বৃষ্টির রাতগুলো ছিল ভয়ংকর। আজ মনে হচ্ছে আমরা আবার মানুষ হিসেবে থাকার জায়গা পেলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।”
এ বিষয়ে সাহবাজ খান সানি বলেন, “গণমাধ্যমের কারণেই আমরা এই অসহায় দম্পতির কষ্টের কথা জানতে পেরেছি। স্থায়ী আশ্রয় মানুষের মৌলিক অধিকার। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে একটু এগিয়ে আসে, তাহলে কেউ আর এভাবে ভাসমান জীবন কাটাতে বাধ্য হবে না।”
তিনি আরও জানান, এই উদ্যোগ একক নয়; গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণ ও হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের সম্মিলিত প্রচেষ্টার ফলেই সম্ভব হয়েছে এই মানবিক সহায়তা।
নৌকার অনিশ্চিত জীবনের অবসান ঘটিয়ে একটি ছোট্ট ঘর ফিরিয়ে দিয়েছে তাদের জীবনের নিরাপত্তা ও মর্যাদা। এই ঘটনা প্রমাণ করে—মানবিক সাংবাদিকতা ও সামাজিক সহানুভূতি একসঙ্গে কাজ করলে বদলে যেতে পারে অসহায় মানুষের জীবন।
এমএসএম / এমএসএম
উপকার করলে থাকে না পিঠের ছাল, বাস্তব প্রতিচ্ছবি অর্জুন গাছ
মহান বিজয় দিবসে আনোয়ারা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
লাকসামে বাংলাদেশ জামায়াত ইসলামী’র উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মনপুরায় চরে চরে চর ঘেরা জালের বিচরণ নেই মৎস্য অফিসের কার্যকর তদারকি
নালিতাবাড়ীতে মাদ্রাসায় নেই বিজ্ঞান শাখা, তবুও কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ড ও সহকারী নিয়োগ
বগুড়া-৫ শেরপুর-ধুনটে কে হচ্ছেন আট দলের প্রার্থী
মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ,
মহান বিজয় দিবসে ইছানগর যুব সংঘের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত
বিরামপুরে কারিতাসের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত
রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় রাত ৮টায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন