ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবসে ইছানগর যুব সংঘের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ২:৫৬

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ সরকারের নিবন্ধিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইছানগর যুব সংঘের উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। (১৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে অবস্থিত ইছানগর যুব সংঘ ক্লাবের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত ২৫ জন শিশুকে বিনামূল্যে খতনা করানো হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদুল হক সুমন, ইউপি সদস্য জেসমিন আক্তার মায়া, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুল আলী এবং সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সরোয়ার উদ্দিন কাজাল, মোহাম্মদ শাহ আলম সওদাগর, ফেরদৌস ওয়াহিদ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ শামসুদ্দিন উদ্দিন, মো. ইকবাল হোসেন, আকিব জাবেদ ও আজিম আলী বাদল।
এছাড়াও ইছানগর যুব সংঘের কার্যকরী কমিটির সভাপতি শাহারিয়ার মাসুদ, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রাজু আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজগর আলী পাপন, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহিদ আলম, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন তারিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সেকান্দার হোসেন এবং সদস্য মোহাম্মদ কফিল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইছানগর যুব সংঘের কার্যকরী কমিটির সভাপতি শাহারিয়ার মাসুদ বলেন, "মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আমরা ফ্রি খতনা ক্যাম্পের আয়োজন করেছি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই সংগঠন সবসময় অসহায় ও সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আমরা এই সুবিধাবঞ্চিত হতদরিদ্র পরিবারের শিশুদের জন‍্য এই খতনা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে এফএনবি এর পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

উপকার করলে থাকে না পিঠের ছাল, বাস্তব প্রতিচ্ছবি অর্জুন গাছ

মহান বিজয় দিবসে আনোয়ারা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

লাকসামে বাংলাদেশ জামায়াত ইসলামী’র উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মনপুরায় চরে চরে চর ঘেরা জালের বিচরণ নেই মৎস্য অফিসের কার্যকর তদারকি

নালিতাবাড়ীতে মাদ্রাসায় নেই বিজ্ঞান শাখা, তবুও কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ড ও সহকারী নিয়োগ

বগুড়া-৫ শেরপুর-ধুনটে কে হচ্ছেন আট দলের প্রার্থী

মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ,

মহান বিজয় দিবসে ইছানগর যুব সংঘের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

বিরামপুরে কারিতাসের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত

রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় রাত ৮টায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন