ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ীতে মাদ্রাসায় নেই বিজ্ঞান শাখা, তবুও কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ড ও সহকারী নিয়োগ


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ৩:৯

ল্যাব ও বিজ্ঞান শাখা চালু হয়নি তারপরেও কম্পিউটার ল্যাব এসিসট্যান্ট ও গবেষনাগার/ল্যাব সহকারী নিয়োগের অভিযোগ উঠেছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুস সামাদের বিরুদ্ধে। 
এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে অভিযোগ সংযুক্ত করে সুপার আব্দুস সামাদের বিরুদ্ধে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর একটি অভিযোগ দাখিল করেন এলাকাবাসী। প্রায় ৫০ জন এলাকাসীর স্বাক্ষরিত অভিযোগ পত্রটিতে সুপারের বিরুদ্ধে নানারকম অনিয়মের অভিযোগ আনা হয়।
অভিযোগে বলা হয়- সুপার আব্দুস সামাদ ইতিপূর্বেও মাদরাসায় আব্দুল গফুর নামে একজন কে ইবতেদায়ী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করে এমপিও ভুক্ত করান। নীতিমালা মোতাবেক প্রার্থীর বয়স ৩৫ নির্ধারিত থাকলেও নিয়োগকালীন সময়ে তার বয়স ছিল ৪৪ বছর। এছাড়াও ইবতেদায়ী প্রধান পদে বেতন স্কেল ১১ এর পরিবর্তে জালিয়াতি করে ১০ম কোডে এমপিও ভুক্ত করান। যা পরবর্তীতে অধিদপ্তর কর্তৃক দৃষ্টি গোচর হলে উক্ত সুপারকে পরপর দুইবার শোকজ করা হয়। এমন জালিয়াতির কারণে বর্তমানে ইবতেদায়ী প্রধান শিক্ষক আব্দুল গফর এর বেতন ভাতাদি বন্ধ রয়েছে।
এছাড়াও সম্প্রতি গোপনে কমিটি গঠন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কমিটি গঠনের নিয়মের তোয়াক্তা না করে নিজের মনগড়া লোকদের নিয়ে অতি গোপনে কমিটি গঠন করে বোর্ড থেকে কমিটি অনুমোদন করান। উক্ত মাদরাসায় কোন প্রকার ল্যাব ও বিজ্ঞান শাখা খোলা নেই। নীতিমালা মোতাবেক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান শাখা না থাকলে কোন মাদরাসায় কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষনার নিয়োগের প্রাপ্যতা নেই। সুপার আব্দুস সামাদ নীতিমালাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে মোটা অংকের উৎকোচের বিনিময়ে উক্ত মাদরাসায় একজন কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষনাগার/ল্যাব সহকারী নিয়োগ দিয়ে এমপিও ভুক্তি করান।
এর আগে সুপার সামাদের বিরুদ্ধে পূর্ববর্তী প্রতিষ্ঠানের সহ সুপার থাকাকালীন নিয়োগ বানিজ্যের অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
অভিযোগকারী নূরে আলম সিদ্দিকী রুবেল বলেন- অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসা। আমাদের অভিযোগ গুলো তদন্ত করে অভিযুক্ত সুপারকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ অন্যায় ও অনিয়ম করার সাহস না পায়।
এসব অভিযোগের ব্যাপারে সুপার আব্দুস সামাদকে প্রশ্ন করা হলে তিনি জানান, এসব অভিযোগ ভূয়া। তার প্রতিষ্ঠানে ল্যাব ও বিজ্ঞান শাখা রয়েছে। যদিও বাস্তবে ঐ মাদরাসায় বিজ্ঞান শাখা চালু নেই। এমনকি কোন ল্যাবও নেই বলে জানিয়েছেন মাদ্রাসায় কর্মরত একাধিক শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁন মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ল্যাব ও বিজ্ঞান শাখা না থাকলে কম্পিউটার ল্যাব অপারেটর ও ল্যাব সহকারী নিয়োগ দেওয়ার কোন সুযোগ নেই। মহাপরিচালক বরাবর অভিযোগ পত্রের অনুলিপি পেয়েছি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।”

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে এফএনবি এর পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

উপকার করলে থাকে না পিঠের ছাল, বাস্তব প্রতিচ্ছবি অর্জুন গাছ

মহান বিজয় দিবসে আনোয়ারা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

লাকসামে বাংলাদেশ জামায়াত ইসলামী’র উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মনপুরায় চরে চরে চর ঘেরা জালের বিচরণ নেই মৎস্য অফিসের কার্যকর তদারকি

নালিতাবাড়ীতে মাদ্রাসায় নেই বিজ্ঞান শাখা, তবুও কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ড ও সহকারী নিয়োগ

বগুড়া-৫ শেরপুর-ধুনটে কে হচ্ছেন আট দলের প্রার্থী

মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ,

মহান বিজয় দিবসে ইছানগর যুব সংঘের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

বিরামপুরে কারিতাসের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত

রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় রাত ৮টায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন