নালিতাবাড়ীতে মাদ্রাসায় নেই বিজ্ঞান শাখা, তবুও কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ড ও সহকারী নিয়োগ
ল্যাব ও বিজ্ঞান শাখা চালু হয়নি তারপরেও কম্পিউটার ল্যাব এসিসট্যান্ট ও গবেষনাগার/ল্যাব সহকারী নিয়োগের অভিযোগ উঠেছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুস সামাদের বিরুদ্ধে।
এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে অভিযোগ সংযুক্ত করে সুপার আব্দুস সামাদের বিরুদ্ধে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর একটি অভিযোগ দাখিল করেন এলাকাবাসী। প্রায় ৫০ জন এলাকাসীর স্বাক্ষরিত অভিযোগ পত্রটিতে সুপারের বিরুদ্ধে নানারকম অনিয়মের অভিযোগ আনা হয়।
অভিযোগে বলা হয়- সুপার আব্দুস সামাদ ইতিপূর্বেও মাদরাসায় আব্দুল গফুর নামে একজন কে ইবতেদায়ী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করে এমপিও ভুক্ত করান। নীতিমালা মোতাবেক প্রার্থীর বয়স ৩৫ নির্ধারিত থাকলেও নিয়োগকালীন সময়ে তার বয়স ছিল ৪৪ বছর। এছাড়াও ইবতেদায়ী প্রধান পদে বেতন স্কেল ১১ এর পরিবর্তে জালিয়াতি করে ১০ম কোডে এমপিও ভুক্ত করান। যা পরবর্তীতে অধিদপ্তর কর্তৃক দৃষ্টি গোচর হলে উক্ত সুপারকে পরপর দুইবার শোকজ করা হয়। এমন জালিয়াতির কারণে বর্তমানে ইবতেদায়ী প্রধান শিক্ষক আব্দুল গফর এর বেতন ভাতাদি বন্ধ রয়েছে।
এছাড়াও সম্প্রতি গোপনে কমিটি গঠন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কমিটি গঠনের নিয়মের তোয়াক্তা না করে নিজের মনগড়া লোকদের নিয়ে অতি গোপনে কমিটি গঠন করে বোর্ড থেকে কমিটি অনুমোদন করান। উক্ত মাদরাসায় কোন প্রকার ল্যাব ও বিজ্ঞান শাখা খোলা নেই। নীতিমালা মোতাবেক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান শাখা না থাকলে কোন মাদরাসায় কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষনার নিয়োগের প্রাপ্যতা নেই। সুপার আব্দুস সামাদ নীতিমালাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে মোটা অংকের উৎকোচের বিনিময়ে উক্ত মাদরাসায় একজন কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষনাগার/ল্যাব সহকারী নিয়োগ দিয়ে এমপিও ভুক্তি করান।
এর আগে সুপার সামাদের বিরুদ্ধে পূর্ববর্তী প্রতিষ্ঠানের সহ সুপার থাকাকালীন নিয়োগ বানিজ্যের অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
অভিযোগকারী নূরে আলম সিদ্দিকী রুবেল বলেন- অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসা। আমাদের অভিযোগ গুলো তদন্ত করে অভিযুক্ত সুপারকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ অন্যায় ও অনিয়ম করার সাহস না পায়।
এসব অভিযোগের ব্যাপারে সুপার আব্দুস সামাদকে প্রশ্ন করা হলে তিনি জানান, এসব অভিযোগ ভূয়া। তার প্রতিষ্ঠানে ল্যাব ও বিজ্ঞান শাখা রয়েছে। যদিও বাস্তবে ঐ মাদরাসায় বিজ্ঞান শাখা চালু নেই। এমনকি কোন ল্যাবও নেই বলে জানিয়েছেন মাদ্রাসায় কর্মরত একাধিক শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁন মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ল্যাব ও বিজ্ঞান শাখা না থাকলে কম্পিউটার ল্যাব অপারেটর ও ল্যাব সহকারী নিয়োগ দেওয়ার কোন সুযোগ নেই। মহাপরিচালক বরাবর অভিযোগ পত্রের অনুলিপি পেয়েছি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।”
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫