শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গুজিখা গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও তিনটি উর্বর ফসলি জমির ওপর অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ তুলে তা অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে গুজিখা গ্রামের সচেতন বাসিন্দা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা একত্রিত হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন।
এলাকাবাসীর অভিযোগ, গুজিখা গ্রামে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসা, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কাদেরিয়া সোনিয়া মহিলা মাদ্রাসা এবং ঐতিহ্যবাহী কেয়ামতিয়া মসজিদের একেবারে সন্নিকটে প্রভাবশালীদের সহযোগিতায় অবৈধভাবে একটি ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য, শিক্ষা ও স্বাভাবিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।
তারা আরও জানান, ইটভাটাটি স্থাপনের জন্য তিনটি উর্বর ফসলি জমি নষ্ট করা হচ্ছে। ইটভাটার ধোঁয়া, ছাই ও বিষাক্ত গ্যাসে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শিশু, নারী ও বৃদ্ধদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, ‘বিসমিল্লাহ ইটভাটা’ নামে পরিচিত ওই ইটভাটার মালিক আব্দুল জলিল ভূইয়া। তিনি প্রচলিত আইন অমান্য করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সন্নিকটে ইটভাটা স্থাপনের চেষ্টা করছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী নতুন ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ফসলি জমির আশপাশে ইটভাটা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী অবৈধ ইটভাটার অবকাঠামো ভেঙে তা বন্ধ করার বিধান রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আঃ রশীদ বলেন,আমাদের গ্রামের স্কুল-মাদ্রাসা, মসজিদ ও ফসলি জমি ধ্বংস করে ইটভাটা বানানো হচ্ছে। এটি শুধু আইনবিরোধী নয়, আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংসের ষড়যন্ত্র। আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই অবৈধ ইটভাটা অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ সাইদুর রহমান বলেন,আমরা ইতোমধ্যে সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। ইটভাটার বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতেও অভিযান পরিচালনা করা হবে।
এদিকে এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অবৈধ ইটভাটা বন্ধ ও পরিবেশ রক্ষার জোর দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ
বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা
নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা
কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি