ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর


মো: তোফায়েল আহমেদ photo মো: তোফায়েল আহমেদ
প্রকাশিত: ১৭-১২-২০২৫ রাত ১১:১৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারত এসব ব্যক্তিকে অর্থ ও প্রশিক্ষণ দিয়ে পুনরায় বাংলাদেশে পাঠাচ্ছে, যার ফলে দেশে ফিরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও ভারত কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও দাবি করেন তিনি।

বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন-পালন করছে, অথচ আমরা এখনও তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি—এটা আর মেনে নেওয়া যায় না।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যদি ভারত বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয়, অর্থ ও প্রশিক্ষণ দিতে পারে, তবে তাদের সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশ একই ধরনের পদক্ষেপ নিলে সেটাকে অপরাধ বলা যায় না। সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। সীমান্তে বাংলাদেশের সাধারণ মানুষকে দেখামাত্র গুলি করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

ভারতীয় সাংস্কৃতিক প্রভাব নিয়েও সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, নাটক-সিনেমার মাধ্যমে ভারত তাদের সংস্কৃতি বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে দেশটিকে নির্ভরশীল করে রাখতে চায়। এখন সময় এসেছে আত্মনির্ভরশীল হওয়ার। আগের প্রজন্ম প্রকাশ্যে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, কারণ তারা গোপনে যোগাযোগ রক্ষা করতো—এমন মন্তব্যও করেন তিনি।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল অসম ও একতরফা। ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মুসলমানদের জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। যারা এর প্রতিবাদ করেছে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সেই ধারাবাহিকতায় ভাই হাদি নিহত হয়েছেন বলে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “আমাদেরও টার্গেট করা হয়েছে। আমরা মারা গেলে কিছুই থেমে থাকবে না—আমাদের জায়গায় আরও হাজারো হাসনাত দাঁড়িয়ে যাবে।”

এদিকে, বুধবার বিকেলে হাসনাত আবদুল্লাহর গণসংযোগ চলাকালে এলাহাবাদ এলাকা থেকে পুলিশ দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, হাসনাত আবদুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো সন্দেহজনক তথ্য না পাওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি