ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২৫ দুপুর ২:৪

সম্প্রতি সারাদেশের বিভিন্ন জায়গায় সার সংকটে কৃষকের আহাজারির খবর পাওয়া যাচ্ছে। কিন্তু ভিন্ন চিত্র শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। এ উপজেলাটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ধান উৎপাদনে অন্যতম বিখ্যাত। এখানে সরকার নির্ধারিত মূল্যে কৃষকের মাঝে সার বিক্রি করা হচ্ছে এবং সরবরাহও স্বাভাবিক রয়েছে।
সার সিন্ডিকেট ফসলের উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলে। সিন্ডিকেটের কারণে সময়মতো ন্যায্য মূলে সার না পেয়ে লোকসানে পড়তে হয় অনেক কৃষককে। তাই শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিস বরাদ্দের সার পাচার, অতিরিক্ত দামে বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফলে এ উপজেলায় সারের কোন সংকট নেই।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি বোরো মৌসুমে ধানের আবাদ হবে ২৩২৬০ হেক্টর, সরিষা ২১৬৫ হেক্টর জমিতে। এসব ফসল উৎপাদনের লক্ষ্যে উপজেলায়  ৫৫০ মেট্রিক টন ইউরিয়া, ৩০০ মেট্রিক টন টিএসপি, ১৪৯২ মেট্রিক টন ডিএপি এবং এ ১২৭১ মেট্রিক টন এমওপি সার মজুত রয়েছে।
সরেজমিনে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ডিলার পয়েন্ট ঘুরে দেখা যায়, সকাল থেকে বিকাল পর্যন্ত চাহিদা মোতাবেক বিভিন্ন সার ক্রয় করেছেন কৃষকেরা। এসময় কৃষি অফিস থেকে সার মনিটরিংয়েয়ে কঠোর ব্যবস্থাপনাও দেখা যায়। ডিলার পয়েন্টে নিয়মিত বরাদ্দের সার গুদামে নিশ্চয় করা, ক্যাশ মেমো সহ প্রকৃত কৃষকের মাঝে বিক্রি ও নির্ধারিত মূল্য তালিকা ঝুলিয়া রাখা হয় নিশ্চিত করছে দায়িত্বরত উপ-সহকারী ইউনিয়ন কৃষি কর্মকর্তারা।
এছাড়াও এ উপজেলা হতে পাশ্ববর্তী উপজেলা ও জেলা সদরে অবৈধ ভাবে সার স্থানান্তরের খবর পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয়। গত ৩ ডিসেম্বর কাকরকান্দি ইউনিয়নের রাধারবাধ এলাকা হতে হালুয়াঘাট উপজেলায় পাচারের সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সার পাচারের বিষয়ে সার বীজ মনিটরিং কমিটির মিটিং এ ডিলারদের কঠোরভাবে সাবধানও করে দেওয়া হয়েছে।
মন্ডলিয়াপাড়া এলাকার কৃষক বাবুল মিয়া বলেন, “আমি এবার ২ একর জমিতে ধান চাষ করি। প্রয়োজনীয় রাসায়নিক সার সরকার নির্ধারিত মূল্যে কিনতে পেরেছি। পূর্বে অতিরিক্ত দামে সার কিনতে হতো, ডিলারেরা অন্য থানায় বিক্রি করে দিতো। এখন কৃষি অফিসে অভিযোগ দিলেই ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।”
নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, “আমি সরিষা আবাদ করছি। সার দেওয়া ছাড়া ভালো সরিষা উৎপাদিত হয় না। কিন্তু আগে নির্ধারিত মুল্যে সার পেতাম না, অতিরিক্ত দামে কিনতে হতো। কিন্তু এবার সকল সার নির্ধারিত মূল্যে আমাদের কাছে বিক্রি হচ্ছে। এমন উদ্যোগকে স্বাগত জানাই।”
নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মশিউর রহমান জানান, “সার ব্যবস্থাপনা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোনো ডিলার অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলা জুড়ে কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিতে আমরা কাজ করে চলছি। এই মুহূর্তে আমার উপজেলায় কোনো সার সংকট নেই, বরাদ্দকৃত আরও সার উপজেলায় আসবে।”

Aminur / Aminur

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়

অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ

টাঙ্গাইলে একসঙ্গে মনোনয়নপত্র নিলেন দুই সহোদর সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

পাটগ্রামের দহগ্রাম--আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্য আটক

ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা

মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু

সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট

তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী