দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা
দালালের দৌরাত্ম্য ও হয়রানি কমাতে উন্মুক্ত ও সরাসরি সেবা কার্যক্রম চালু করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্যান্য দিন প্রকাশ্যে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেই সেবাপ্রার্থীরা সরাসরি এসিল্যান্ডের কক্ষে গিয়ে তাদের সমস্যা জানাচ্ছেন।
নামজারি, মিস কেসসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত বিষয়ে আবেদনকারীদের কথা শুনে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত দিচ্ছেন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিচ্ছেন। এ কাজে ভূমি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও সক্রিয়ভাবে সহযোগিতা করছেন।
মো. মাসুদ রানা রায়গঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমি সেবার মান উন্নয়নে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার ৯টি ইউনিয়নের নায়েবদের নিয়ে একাধিক সভা করেন। পুরোনো ও ধীরগতির ভূমি সেবাকে নতুন আঙ্গিকে গতিশীল করতে পরিকল্পিতভাবে কাজ শুরু করেন তিনি।
এর ফলশ্রুতিতে মাত্র কয়েক দিনের ব্যবধানে তিন হাজারের বেশি নামজারি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। পাশাপাশি ভূমি কর ও রাজস্ব আদায়েও উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। অবৈধভাবে দখলকৃত পুকুরগুলো ইজারার আওতায় এনে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অবৈধভাবে ফসলি জমির মাটির টপসয়েল কেটে পুকুর খনন বন্ধে তিনি নিয়মিত জেল-জরিমানা আদায় অব্যাহত রেখেছেন, যা সচেতন মহলের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।
ভূমি সেবার পাশাপাশি ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা, মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে অভিযান, গণশুনানি আয়োজন, অবৈধ দখল প্রতিরোধে নিয়মিত অভিযান এবং বাজারে খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণে নজরদারি চালানো হচ্ছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌরসভার মানবিক কার্যক্রম ও ডিজিটালাইজেশন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
এতে একদিকে ভূমি-সংক্রান্ত আইনি জটিলতায় ভুক্তভোগীদের অহেতুক হয়রানি অনেকাংশে কমেছে, অন্যদিকে ভূমি মালিকরা দ্রুত ও স্বচ্ছ সেবা পেয়ে আশার আলো দেখছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, “হয়রানিমুক্ত সেবা দেওয়া এবং ভূমি সেবাকে সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। বর্তমানে ২৮ দিনের মধ্যেই নামজারি সম্পন্ন করা হচ্ছে। প্রস্তাব, সার্ভে ও অন্যান্য ধাপের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। যেকোনো সমস্যায় সেবাপ্রার্থীরা যেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে।”
Aminur / Aminur
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত