ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

অভয়নগরে ভবদহের জলাবদ্ধ এলাকার ২০ নারী পেলেন সেলাই মেশিন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২১-১২-২০২৫ রাত ৮:১১

অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে যশোরের অভয়নগরে ভবদহ অঞ্চলের জলাবদ্ধ এলাকার ২০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে রবিবার (২১ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ উপহার বিতরণ করা হয়।
এর আগে উপকারভোগী নারীদের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস শান্তসহ নওয়াপাড়া প্রেসক্লাব ও বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান বলেন, নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপ প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করে আসছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন উপজেলায় প্রায় ৩০ হাজার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বসুন্ধরা গ্রুপ।
সেলাই মেশিন পেয়ে সুন্দলী ইউনিয়নের উপকারভোগী টুকটুকি মণ্ডল বলেন, তিন মাস প্রশিক্ষণের পর নতুন সেলাই মেশিন পেয়ে তিনি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
ডহরমশিয়াহাটী গ্রামের উপকারভোগী মিতা দাস বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার কারণে মানুষ বছরের পর বছর দুর্ভোগে থাকে। অনেক প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়ন হয় না। বসুন্ধরা শুভসংঘ কথা দিয়ে কথা রেখেছে—এ জন্য তারা কৃতজ্ঞ।
বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, জনকল্যাণমূলক কাজে বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, নারীদের আত্মনির্ভরশীল করতে বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

এমএসএম / এমএসএম

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক

বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী

কেশবপুরে দলিল লেখক সমিতির সভাপতি শফি, সম্পাদক আমিনুল পূণরায় নির্বাচিত