অভয়নগরে ভবদহের জলাবদ্ধ এলাকার ২০ নারী পেলেন সেলাই মেশিন
অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে যশোরের অভয়নগরে ভবদহ অঞ্চলের জলাবদ্ধ এলাকার ২০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে রবিবার (২১ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ উপহার বিতরণ করা হয়।
এর আগে উপকারভোগী নারীদের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস শান্তসহ নওয়াপাড়া প্রেসক্লাব ও বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান বলেন, নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপ প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করে আসছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন উপজেলায় প্রায় ৩০ হাজার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বসুন্ধরা গ্রুপ।
সেলাই মেশিন পেয়ে সুন্দলী ইউনিয়নের উপকারভোগী টুকটুকি মণ্ডল বলেন, তিন মাস প্রশিক্ষণের পর নতুন সেলাই মেশিন পেয়ে তিনি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
ডহরমশিয়াহাটী গ্রামের উপকারভোগী মিতা দাস বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার কারণে মানুষ বছরের পর বছর দুর্ভোগে থাকে। অনেক প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়ন হয় না। বসুন্ধরা শুভসংঘ কথা দিয়ে কথা রেখেছে—এ জন্য তারা কৃতজ্ঞ।
বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, জনকল্যাণমূলক কাজে বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, নারীদের আত্মনির্ভরশীল করতে বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত