ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে, আবেগে কিনেছি - সাক্কু


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২২-১২-২০২৫ বিকাল ৫:৩০

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনছি ইয়াছিন ভাইয়ের সমর্থকরা বলছেন তারা আজ মনোনয়ন আনছেন, কাল মনোনয়ন আনছেন এসব দেখে আমি আর সহ্য করতে না পেরে আবেগপ্রবণ হয়ে মনোনয়নপত্র কিনেছি। তবে, এই মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে। আমি এই মনোনয়নপত্র জমা দেব না এবং নির্বাচনও করব না। তবে দল যদি ইয়াছিন সাহেবকে মনোনয়ন দেয়, তাহলে আমিও নির্বাচন করব।’
সোমবার (২২ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা এসব কথা বলেন।
মনিরুল হক সাক্কু সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘ইয়াছিন সাহেব সবসময় আমার কার্যক্রমে বাধা দিয়েছেন এবং সব সময় আমার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাই হাজী ইয়াছিন সাহেবকে মনোনয়ন দিলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলেও নির্বাচন করব। হাজী ইয়াছিন সাহেব ছাড়া আর যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, আমি তার পক্ষেই কাজ করব। আমি বিএনপির মহাসচিবকেও বলেছিলাম ভাই, আমাকে যদি দেন তবে দিতে পারেন; আর যদি না দেন, তবে আমার দৃষ্টিতে মনিরুল হক চৌধুরী সাহেবকে দিলে ভালো হবে। আমি ওনাকে আরও বলেছি যে, আমার কথা রাখলে আমি নিজের নির্বাচনের মতোই ওনার জন্য কাজ করে বিজয় ছিনিয়ে আনব। দলের মহাসচিব আমার কথা রেখেছেন; মনির ভাই মনোনয়ন পেয়েছেন এবং আমি শুরু থেকেই ওনার সাথে কাজ করছি।’
মনোনয়নপত্র কেনা প্রসঙ্গে সাক্কু বলেন, ‘আমি দেখলাম ইয়াছিন ভাই বিভিন্ন জায়গায় গণসংযোগে গিয়ে নিজে মালা পরছেন, আবার মানুষকেও মালা পরিয়ে দিচ্ছেন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছেন। এছাড়া একবার ১২ তারিখ, একবার ১৬ তারিখ, আবার ১৮ তারিখ এসব বলে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। এতে রাগের মাথায় আমি মনোনয়নপত্র কিনে ফেলি। তবে কেনার পর আমি বুঝতে পারছি যে, এটি কেনা আমার ভুল ছিল।’
এক প্রশ্নের জবাবে নিজের বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে সাক্কু বলেন, ‘আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলাম। তখন মহাসচিবকে বলেছিলাম আপনার দল তো এখন ক্ষমতায় নেই যে আমাকে মেয়র বানিয়ে দেবেন; দল যখন ক্ষমতায় আসবে তখন দেখা যাবে। এই কথাগুলো বলেই আমি চলে এসেছি। এরপর আমি আর কোনো চিঠি দেব না।’২০২২ সালের ১৯ মে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে মনিরুল হক সাক্কুকে বহিষ্কার করা হয়।

Aminur / Aminur

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাবিতে ভর্তিতে ইংরেজি ও আইন বিভাগের শর্ত পূরণ করতে পারেনি কোনো নারী শিক্ষার্থী, ফলাফল প্রকাশ করতে বিলম্ব

নাগরপুরে মরণফাঁদে পরিণত হয়েছে বেকড়া কোনাবাড়ি ব্রিজ সংস্কারের অপেক্ষায় হাজারো মানুষ

১কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে হাওর বুকে হচ্ছে মোহনগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট

রায়গঞ্জে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, পাঁচ লাখ টাকার মালামাল লুট

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১জন

মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে, আবেগে কিনেছি - সাক্কু

পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম