ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

তানোরে মৎস্য চাষের নামে মটর স্থাপন করে সেচ বানিজ্য


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ১:২৭

রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুৎ অফিসের কতিপয় সিন্ডিকেট চক্র কে ম্যানেজ করে মৎস্য চাষের নামে মটর স্থাপন করে বিএমডিএর কমান্ড এরিয়ায় জমিতে সেচ কার্যক্রম করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির শ্রীখন্ডা দমদমা গ্রামে ঘটে রয়েছে এমন ঘটনা।এ ঘটনায় বিল থেকে ভাসমান সেচ পরিচালনা কারী জহির মোল্লা ও গভীর নলকূপের অপারেটর হিরা খাতুন বাদি হয়ে অবৈধ সেচ পরিচালনা কারী মৎস্য মটরের মালিক মুন্তাজ পাইক, মুন্তাজ মন্ডল এবং বাদল মন্ডলকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার এবং সেচ কমিটির সভাপতি ইউএনওর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা কৃষি অফিসার, সহকারী প্রকৌশলী বিএমডিএ ও তানোর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর দেয়া হয়েছে।
অভিযোগের ভিত্তিতে অবৈধ সেচ কার্যক্রম পরিচালনা কারীদের চিঠি দেয়া হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে। এঘটনায় বৈধ অবৈধ সেচ পরিচালনা কারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অবৈধ সেচ বন্ধ না হলে ঘটতে পারে সংঘর্ষের মত ঘটনা বলেও শক্কিত কৃষকরা।গভীর নলকূপের অপারেটর হিরা খাতুন অভিযোগে বলেন, উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির শ্রীখন্ডা মৌজার অন্তর্গত গভীর নলকূপ রয়েছে। নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ পেয়ে নিয়ম অনুযায়ী সেচ কার্যক্রম পরিচালনা করে আসছি। এঅবস্থায় শ্রীখন্ডা গ্রামের মুন্তাজ মন্ডল ও বাদল মন্ডল মৎস্য চাষের নাম করে মটর স্থাপন করেন। স্থাপন করে আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মান করে গভীর নলকূপের স্কীমের মধ্যে সেচ দিচ্ছেন। গভীর নলকূপের স্কীমে প্রায় ২৫০ বিঘা জমি রয়েছে।
অবৈধ সেচ পরিচালনা কারী বাদলের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি, ঘটনার সত্যতা শিকার করে বলেন, মৎস্য চাষের জন্য মটর স্থাপন করা হয়েছিল। কিন্তু গভীর নলকূপ থেকে সঠিক ভাবে সেচ পায়না কৃষকরা। এজন্য কৃষকদের দাবির প্রেক্ষিতে আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মান করে সেচ দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ নিষেধ করলে সেচ বন্ধ করে দিব।আরেক অভিযোগ কারী ভাসমান মটরের মালিক জহির মোল্লা জানান, বিগত ৩০/৩৫ বছর ধরে ডিজেল দিয়ে বিলকুমারী বিল থেকে পানি তুলে সেচ দিয়ে আসছি । কিন্তু শ্রীখন্ডা দমদমা গ্রামের মুন্তাজ পাইক মৎস্য চাষের নামে মটর স্থাপন করে আমার স্কীমের ভিতরে আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মান করে সেচ কার্যক্রম পরিচালনা করছেন। যা সম্পূর্ণ রুপে অবৈধ।অবৈধ সেচ পরিচালনা কারী মুন্তাজ পাইককে ফোন দেয়া হলে তার ছেলে রিসিভ করে বলেন, কোন ধরনের সেচ দেয়া হচ্ছে না।
কৃষকরা জানান, উপজেলা জুড়ে পল্লী বিদ্যুৎ মৎস্য, পোল্ট্রি খামার ও বাগান বাড়ির নামে শতশত মটরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে । এসব মটর থেকে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে অবৈধ ভাবে সেচ পরিচালনা করছেন। একারনে উপজেলায় ভূগর্ভস্থ পানির লেয়ার দিনের দিন নিচে নামতেই আছে। অবৈধ ব্যক্তি মালিকানা বোরিংয়ের নিচে পড়ে শিশু সাজিদ মারা গেলেন। টনক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু অবৈধ সেচ বোরিং কার্যক্রম বন্ধ হয়নি। কৃষি মন্ত্রণালয় থেকে এউপজেলায় নতুন ভাবে সেচ মটর স্থাপনে নিষেধাজ্ঞা দিলেও কোন কার্যকর হচ্ছে না। এমনকি আবাসিক মটর থেকেও নিয়োমিত সেচ দেয়া হচ্ছে। পানি বানিজ্যের কারনে প্রতি নিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। আবার সেচ নিয়ে চলে ব্যাপক নৈরাজ্য। দ্রুত সময়ের মধ্যে এসব বন্ধ করা দরকার।
পল্লী বিদ্যুৎ তানোর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর দুই মৎস্য চাষের নামে মটর স্থাপন কারীকে চিঠি দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। উপজেলায় কতটা মৎস্য চাষের, কতটা পোল্ট্রি খামার ও কতটা বাগানের নামে মটরে বিদ্যুৎ সংযোগ দেয়া আছে জানতে চাইলে তিনি জানান, আমি মিটিংয়ে আছি পরে কথা বলছি। পরে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

বিএমডিএর সহকারী প্রকৌশলী (অতিরিক্ত) দায়িত্ব প্রাপ্ত জামিনুর রহমান জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার ও সেচ কমিটির সভাপতি ইউএনও নাঈমা খানের সরকারি মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি। একারনে এসংক্রান্ত তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার