ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

শ্রেষ্ঠ জন্মভূমি


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ১২:১৩
শ্রেষ্ঠ জন্মভূমি
কবি গোলাম মতিন রুমি
ক - কত ভালোবাসি তোর কোলে আসি, ওগো প্রিয় বঙ্গভূমি
বি - বিজয়ের তরে সন্তান উৎসর্গ করে, মা হয়েছো মহান তুমি।
ডা - ডাকে শেখ মুজিব, জাগে বাঙালী পরাধীন গোটা জাতি
ক - কঠিন যুদ্ধে সুনামের উর্দ্ধে, আনিলো মহান খ্যাতি।
তা - তাজা প্রান ঢালি বীর বাঙালী, ভেঙ্গে সব কারাগার
র - রক্তের বদল আনিল মহান স্বাধীনতা উপহার।
গো - গোটা জাতির আজ মুক্তিতে, মা তোর বেড়েছে সুনাম বিশ্বে
লা - লাল সবুজের জাতীয় পতাকা উড়িয়া বাংলাদেশে।
ম - মস্ত দারিদ্রতার কবল হতে, জাতি পেয়েছে উত্তারণ
ম - মহা দুরদর্শিনী এ যে, প্রধান মন্ত্রী শেখ হাসিনার অর্জন।
তি - তিরিশ লক্ষ শহীদ জননী,  মা তোর গর্বের নাই শেষ
ন - নতুন অহংকার তুমি যে, আজ মোদের উন্নত বাংলাদেশ।

এমএসএম / এমএসএম