ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ৪:১৭

“আমার বাড়ি, আমি গড়ি” প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাইন‌বোর্ড গ্র্যান্ড চাঁদনী কাবাব এন্ড রেস্তোরা কমিউনিটি সেন্টারে আমান সি‌মেন্ট কোম্পানির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোহাম্মদ গিয়াস উদ্দিন, সিনিয়র ম্যানেজার, নারায়ণগঞ্জ রিজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলুর রহমান, এজিএম, আমান সিমেন্ট মিলস ইউনিট–২ লিমিটেড।

প্রধান অতিথির বক্তব্যে জনাব ফজলুর রহমান বলেন,  মানসম্মত সিমেন্টই নিরাপদ ও টেকসই ভবন নির্মাণের মূল ভিত্তি এবং আমান সিমেন্ট সে লক্ষ্যেই নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নির্মাণকাজে আমান সিমেন্ট ব্যবহারের ফলে ভবন দীর্ঘস্থায়ী হয়। আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত আমান সিমেন্ট দেশের বিভিন্ন মেগা প্রকল্পসহ আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণে সফলভাবে ব্যবহৃত হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সিনিয়র ম্যানেজার মুশফিক আলম, (টেকনিকাল সাপোর্ট), অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আব্দুল্লাহ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর, শাহিনুল ইসলাম দীপু, বাবলু আয়রনের প্রোপ্রাইটর মোঃ বাবুল মিয়া, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার মেহেদী।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অঞ্চলের এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ সাদ্দাম হোসেন , এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম শাওন, সিনিয়র এক্সিকিউটিভ মোঃ সালাউদ্দিন , টেকনিকাল অ‌ফিসার রা‌কিব এবং ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার সম্মানিত বাড়িওয়ালা ও নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় বাড়ির মালিক, সিমেন্ট বিক্রেতা প্রতিষ্ঠান এবং সুধীজনসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমান সিমেন্টের প্রতিনিধিরা জানান, টেকসই ও নিরাপদ ভবন নির্মাণে সঠিক মানের সিমেন্ট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ব্র্যান্ড প্রমোশনাল কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সরাসরি যোগাযোগ স্থাপনই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আমান সিমেন্টের গুণগত মান, স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা সম্পর্কে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

“আমার বাড়ি, আমি গড়ি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত সফল অনুষ্ঠানটি রাত্রিকালীন খাবারের মাধ্যমে সুন্দরভাবে সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার