কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) রাতে দেবিদ্বারে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং তার ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি।
দলীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার ১ নম্বর বড় শালঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ওরুফ ঝাড়ু চেয়ারম্যানের নির্দেশনায় দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী এবং আওয়ামী লীগ নেতা টিটু মইশানের নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
তবে চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় জহিরুল ইসলাম ওরুফ ঝাড়ু চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি ছিল বেশ জমকালো। বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা দেবিদ্বার নিউমার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বাসভবনে যান। এ সময় তারা ‘মঞ্জু ভাইয়ের সালাম আমরা দিয়ে গেলাম’, ‘শালঘরের সালাম আমরা দিয়ে গেলাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
সদ্য বিএনপিতে যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী, বড় শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল, আওয়ামী লীগ নেতা টিটু মইশান, মো. নাজমুল, আতাউর রহমান সয়ন, জানু মিয়া, মো. ইদ্রিস খান, ফরিদ হাজারী, মোহাম্মদ শাহিন, শাহ আলীসহ আরও অনেকে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বলেন, আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদান অত্যন্ত দুঃখজনক। তারা সমর্থক হিসেবে থাকলে বিষয়টি ভিন্ন হতে পারত। বিষয়টি দলীয় হাইকমান্ডকে অবহিত করা হবে এবং কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে জানতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসানের ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে যোগদান অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আমার অত্যন্ত কাছের জারু কাকা, জারু চেয়ারম্যানের নেতৃত্বে বড় শালঘরের একটি অংশ আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ