ঢাকা বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৫-১২-২০২৫ দুপুর ৪:২৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ (কেশবপুর) আসনে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে।

এ আসনে বিএনপির মনোনয়ন হারিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। আসনটিতে গত বুধবার চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ কে। তিনি একাধিক বার দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। তবে তিনি স্থানীয় রাজনীতিতে অতান্ত পরিচিত ও অভিজ্ঞ নেতা। তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্লিষ্টতা একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে মনোনয়নের টিকেট প্রদান করা হয়। টিকিটে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে।

এর আগে এ আসনে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন শ্রাবণ। মনোনয়ন পেয়ে গত দেড় মাস ধরে তিনি এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ আসনে একক প্রার্থী নিয়ে সুবিধাজনক ও নির্বাচনী প্রচারণায় প্রথম অবস্থানে। বিএনপি দলীয় চুড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর শ্রাবণ দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম তার ভেরিফাই ফেসবুকে পোস্ট করছেন। কিন্তুু ছাড় দিতে নারাজ কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

আসনটিতে জামাতে ইসলামি মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা) অধ্যাপক মুক্তার আলী, এবি পার্টির মনোনীত প্রার্থী (ঈগল পাখি) ব্যারিস্টার মাহমুদুল হাসান নির্বাচন করবেন এবং জনসংযোগ ও প্রচার প্রচারণা করতে দেখা গেছে। এ আসনে পূর্বের ইতিহাসে
বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনটির শক্ত অবস্থান রয়েছে। দলটি সুসংগঠিত সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড়িয়ে একক প্রার্থী নিয়ে এগিয়ে চলছে। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মুক্তার আলী এই আসনে জামায়াতের একক প্রার্থী। তিনি শুরু থেকেই এলাকায় সক্রিয়ভাবে গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। জামায়াতের তৃণমূলের নেতা-কর্মীরা সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে পূর্ণ উদ্যমে কাজ করার সুযোগ পাচ্ছেন, যা মাঠের কার্যক্রমে দৃশ্যমান গতি এনেছে। স্থানীয়দের মতে, তাঁর জনপ্রিয়তা ও একক সাংগঠনিক সমর্থন দলটিকে সুবিধাজনক অবস্থানে রেখেছে।

মনোনয়ন হারানো জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ তরুণ প্রজন্মের মধ্যে তাঁর একটি বিশেষ অবস্থান তৈরী করে। তরুণ নবীন প্রবীণ ভোটারদের সমর্থন ও উৎসাহ  উদ্দীপনা সাংগঠনিক কাজে মনোবল চাঙ্গা করেছে। শ্রবণের কেন্দ্রীয় রাজনীতিতে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে  এবং ছাত্রদলের সাবেক শীর্ষ নেতা হওয়ায় সাংগঠনিকভাবে দলকে গুছিয়ে শুসংগঠিত করে রেখেছে।

আবার কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি তিনি হিন্দু ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন।
এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে বড় দুটি দল বিএনপি, আওয়ামী লীগ, তারপর জামাত ইসলাম ও জাতীয় পার্টি ছাড়াও অন্যান্য দল আছে। বর্তমান আওয়ামী লীগ নেই সে কারণে এই আসনে নির্বাচন একটু ব্যতিক্রম হবে। এখানে জামাত ইসলামের প্রভাব রয়েছে জামায়াতের প্রার্থীও একজন। তাদের ভিতরে দলীয় কোন্দল নেই। রাজনৈতিক বলয়ের ভোটের ফলাফল অনেকাংশে নির্ভর করবে কেন্দ্রীয় নেতৃত্বের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এবং প্রার্থী মনোনয়নের উপর নির্ভর করে ভোটারদের সমর্থন।  

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই

রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়

যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার

সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নেত্রকোনায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ