সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখছে বিজিবি
ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালান ও অবৈধ ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী পাচার রোধে কঠোর নজরদারিতে রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই মধ্যে বেশ কিছু ভারি অস্ত্র উদ্ধার ও ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে বিজিবি'র কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম সদর দপ্তর।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন এর সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন করেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস।
এসময় তিনি বলেন, "বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ, আন্তঃ সীমান্ত অপরাধ দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে অর্পিত দায়িত্ব নিরলসভাবে পালন করে যাচ্ছে। এসব কার্যক্রম মিডিয়ার মাধ্যমে দেশের জনসাধারণকে অবহিত করার নিমিত্তে মাঠ পর্যায়ে দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মোট ৪,৪২৭ কিঃ মিঃ (ভারতের সাথে ৪,১৫৬ ও মায়ানমারের সাথে ২৭১ কিঃ মিঃ) সীমান্তের মধ্যে দক্ষিণ-পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ৫৪০ কিঃ মিঃ নিয়ে বেষ্টিত। যা চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত আমতলী হতে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার কচুতলী পর্যন্ত বিস্তৃত। বিজিবি দক্ষিণ-পূর্ব রিজিয়নের আওতাধীন সর্বমোট ১৩টি ব্যাটালিয়ন সীমান্তের সুরক্ষা প্রদান করছে। একই সাথে দূর্গম সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়েও বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দূর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। সম্মানিত মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর মূলনীতি "বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক" বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধ পরিকর। একটি প্রশিক্ষিত ও পেশাদার বাহিনী হিসেবে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিজিবি সর্বসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি।
প্রেস ব্রিফিং এ বিজিবি অধিনায়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের অধীনস্থ ইউনিট সমূহ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে চলতি বছরে ২৯ জন আসামীসহ ৫৮ লক্ষ ৭৯ হাজার ১৩৫টাকার মাদক এবং ২৭ কোটি ৭১ লক্ষ ৪৯ হাজার ৬৮৪ টাকার অন্যান্য মালামালসহ সর্বমোট ২৮ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ৮১৯ টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও মাদকের ভয়াল থাবা হতে যুব সমাজ তথা রাষ্ট্রকে সুরক্ষা নিমিত্তে বিজিবি কর্তৃক এনফোর্সমেন্ট সৃষ্টি ও সীমান্ত এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিনিয়ত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা ও সেমিনার পরিচালনা করা হচ্ছে। এ বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম এর অধীনস্থ ইউনিট সমূহ ৮১৫ বোতল বিদেশী মদ ও ৪০৮ লিটার দেশীয় মদ, ৩৭৩ বোতল ফেন্সিডিল, ৬২ বোতল বিয়ার, ৫২০টি মদ তৈরীর ট্যাবলেট, ৪ লক্ষ ৪৪ হাজার ৫১৩ কেজি গাঁজা এবং ১ হাজার ২১৩টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়েছে। এছাড়া চলতি বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ ৬৬৭টি গরু, ১৭টি মহিষ এবং ৩৭টি ছাগল আটক করতে সক্ষম হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, চোরাকালীন সময়ে বিভিন্ন সময় বিজিবি কর্তৃক বিভিন্ন প্রকার কাঠ, বাঁশ, ভারতীয় থ্রী পিস, বিভিন্ন প্রকার প্রসাধনী, বিভিন্ন প্রকার সাবান, বিভিন্ন প্রকার কীটনাশক, শুটকি, বিদেশী সিগারেট, নাপ্পি, বাংলাদেশী সালসা, রসুন, চিনি, জিরা, চা পাতা, স্যান্ডেল, গরমতি আম, বিভিন্ন প্রকার কম্বল, নৌকার ইঞ্জিন, ডিঙ্গী নৌকা এবং চোরাচালানী পণ্য বহনকারী বিভিন্ন যানবাহন আটক করা হয়েছে। এছাড়া অস্ত্র চোরাচালান বিরোধী অভিযানে দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম এর অধীনস্থ ইউনিট সমূহ সর্বদা তৎপর থেকে দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্র চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে সাফল্য অর্জন করে আসছে। এরই আলোকে দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম এর আওতাধীন ইউনিট সমূহ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।
যার মধ্যে রয়েছে, ২টি দেশীয় রাইফেল, ২টি ১২ বোর পিস্তল, ১টি ১২ বোর শর্ট গান, ১টি ৯ এম এম পিস্তল (যুক্তরাষ্ট্র), ১টি ৮ এম এম পিস্তল (ভারতীয়), ৫০০ গ্রাম গান পাউডার, ১টি ১ নলা দেশীয় বন্দুক, ১টি এসএমজি (এম-৪, এ-১), ২টি ম্যাগাজিন এবং দেশীয় অস্ত্র ৫০০টি (হাসুয়া ও দা)।
এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে কমান্ডার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে প্রত্যেক বিজিবি সদস্য বদ্ধ পরিকর। সাধারণ জনগণ যাতে অবৈধ অস্ত্র এবং সন্দেহজনক লোকজনের গতিবিধি সংক্রান্ত তথ্য বিজিবি'কে প্রদান করে সে ব্যাপারে সীমান্ত এলাকায় প্রতিনিয়ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভার মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে এসময় কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত, ক্যাপ্টেন আশরাফ, সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে অগ্রনী ব্যাংক পিএলসি’র অর্জন ও পরিকল্পনা বিষয়ে ব্যবস্থাপক সম্মেলন
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক