কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
কুমিল্লার আর্দশ সদর ঐতিহ্যবাহী ঠাকুরপাড়ায় কনকস্তুূপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মাননীয় উপসংঘরাজ অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহার পুনঃ নির্মাণ কল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকালে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা সভাপতি (ভারপ্রাপ্ত) ‘স্বদ্ধর্ম বারিধি’ ভদন্ত প্রিয়ানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মহামান্য চতুর্দশ সংঘরাজ ‘শাসনতন্ত্র ভদন্ত ধর্মপ্রিয় মহাথের। আর্শীবাদক ‘কর্মবীর’ ভদন্ত শীলভদ্র মহাথের, প্রধান জ্ঞাতি ‘কর্মদূত’ ভদন্ত জিনালংকার মহাথের, প্রধান আলোচক ‘সদ্ধর্ম খান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের, উদ্বোধক বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মি. ভবেশ চাকমা। বিশেষ জ্ঞাতি প্রজ্ঞাশ্রী মহাথের, বিনয় পাল মহাথের, প্রজ্ঞাপাল মহাথের, দেবমিত্র মহাথের। মূখ্য আলোচক কুমিল্লা-নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি জিনানন্দ মহাথের, বিশেষ আলোচক শাসনবংশ মহাথের, প্রজ্ঞাজ্যোতি মহাথের, সুমনোপাল থের, উপানন্দ থের। বিশেষ অতিথি ট্রাষ্টি মি. রাজীব কান্তি বড়ুয়া, মি. জয়দত্ত বড়ুয়া প্রমুখ। স্বাগত ভাষন লক্ষণ চন্দ্র সিংহ, দন্যবাদ জ্ঞাপন রাহুল চন্দ্র সিংহ। সঞ্চালনা করেন বিহারাধ্যক্ষ ধর্মপাল ভিক্ষু ও প্রিয়বংশ ভিক্ষু। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সম্বোধি সোসাইটি অব বাংলাদেশ সভাপতি সুষেন চন্দ্র সিংহ, সম্পাদক শ্রী র্ধপাল ভিক্ষু সহ সকল দায়ক-দায়িকাবৃন্দ। দুপুরে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুমিল্লার সূর্যসন্তান ধর্মরক্ষিত ৫ম মৃত্যুবার্ষিকী আজ। বিভিন্ন অঞ্চল থেকে অনেক ভিক্ষুগণ এসেছেন। আমাকে আপনারা সম্মাননা দিয়েছেন। ভিক্ষু জীবনে আমি অনেক কিছু দেখিছি। প্রতিষ্ঠার জন্য আমরা উল্লাস না কেন। আপনার দান দক্ষিনা আমি প্রতিষ্ঠান দিতে পারি। সুগতি আমাদের থেকে হবে। মন যার সুন্দর মানুষ সুন্দর। মন হল মানুষের ধর্ম। কুমিল্লা বৌদ্ধ বিহারে কু-মন উর্ধে রেখে এগিয়ে যাবেন। কুমিল্লা বৌদ্ধ বিহারটি একটি নান্দনিক রূপে গড়ে তোলেন। পরে প্রধান অতিথি সকল ভিক্ষুকদের নিয়ে বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
Aminur / Aminur
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!
পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)
চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭
গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক