ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিতে আস্থার নাম শিন-শিন জাপান হাসপাতাল


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৯-১২-২০২৫ বিকাল ৫:৩০

রাজধানী ঢাকার আধুনিক উত্তরার গরীব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর-১১-এ অবস্থিত শিন-শিন জাপান হাসপাতাল জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০০৮ সাল থেকে টানা ১৮ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু উত্তরা নয়, সময়ের ব্যবধানে হাসপাতালটি দেশের একটি নির্ভরযোগ্য ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কম খরচে উন্নত চিকিৎসা, আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা ও সর্বোচ্চ মানের সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে শিন-শিন জাপান হাসপাতাল এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ।

দৈনিক সকালের সময়-কে তিনি বলেন, “আমাদের হাসপাতালে রয়েছে মনোমুগ্ধকর ডিজাইন ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুপার ডিলাক্স কেবিন। এসব কেবিনে টেলিভিশন, রেফ্রিজারেটর, সোফা, আলমারি, এয়ারকন্ডিশন, এটাচড বাথ, সেন্ট্রাল অক্সিজেন, ওয়াই-ফাই সংযোগসহ রোগী ও দর্শনার্থীদের প্রয়োজন অনুযায়ী অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য অফিস ডেস্কের সুব্যবস্থা রয়েছে। মধ্যবিত্ত ও সাধ্যের মধ্যে উন্নত সেবা প্রত্যাশী রোগীদের কথা বিবেচনায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডিলাক্স কেবিন চালু করেছে। এসব কেবিনে রয়েছে প্রশস্ত কক্ষ, ডাবল বেড, সোফা, আলমারি, টেলিভিশন, রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, এয়ারকন্ডিশন ও সংযুক্ত বাথরুম।

বহির্বিভাগ সেবা সম্পর্কে মো. ফয়সাল আহমেদ বলেন, শিন-শিন জাপান হাসপাতালের বহির্বিভাগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে থাকেন। বহির্বিভাগে মেডিসিন, অ্যাজমা ও বক্ষব্যাধি, ইউরোলজি, নিউরোলজি, শিশু ও গাইনি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, অর্থোপেডিকস, নাক-কান-গলা, ক্যানসার সার্জারি, জেনারেল সার্জারি, কার্ডিওলজি ও ডায়াবেটোলজি বিভাগে চিকিৎসা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা তাদের সুচিন্তিত পরামর্শ ও চিকিৎসার মাধ্যমে রোগীদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলছেন। এছাড়া, হাসপাতালটির নিজস্ব ল্যাবরেটরিতে সর্বাধুনিক জাপানিজ প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

জরুরি ও জটিল রোগীদের জন্য শিন-শিন জাপান হাসপাতালে রয়েছে আধুনিক ও মানসম্মত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। আইসিইউতে দেশ-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা ২৪ ঘণ্টা সেবা প্রদান করেন। জটিল রোগীর ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিইউতে রয়েছে অত্যাধুনিক ভেন্টিলেটর (লাইফ সাপোর্ট), কার্ডিয়াক মনিটর, পালস অক্সিমিটার, হাই-ফ্লো নেজাল ক্যানোলা, বাই-প্যাপ ও সি-প্যাপ মেশিন, সিরিঞ্জ পাম্প, ইনফিউশন পাম্প, ইসিজি মেশিন, পোর্টেবল এক্স-রে, আলট্রাসাউন্ড, ইকো মেশিন ও হার্ট ডিফিব্রিলেটরসহ প্রয়োজনীয় সব আধুনিক চিকিৎসা সরঞ্জাম। দ্রুত ও সহজ চিকিৎসাসেবা নিশ্চিত করতে রয়েছে ২৪ ঘণ্টা খোলা মেডিসিন কর্নার। হাসপাতালের মেডিসিন কর্নারে শতভাগ মানসম্পন্ন দেশি ও বিদেশি ওষুধ সুলভ মূল্যে সরবরাহ করা হয় বলে জানান তিনি। সবশেষে মো. ফয়সাল আহমেদ বলেন, “শিন-শিন জাপান হাসপাতাল সর্বদা জনগণের সেবায় অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এমএসএম / এমএসএম

হাসান তারেক চৌধুরী ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসেবে যোগদান

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে মো: জাফর ছাদেকের পদোন্নতি

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ড্যাব নিটোর শাখার গভীর শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্ৰুপ গভীর শোকাহত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক

উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিতে আস্থার নাম শিন-শিন জাপান হাসপাতাল

আইসিএমএবি’র ৫৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২০২৫’ অনুষ্ঠিত

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬

বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস ও এমপ্লয়িজ কনফারেন্স এবং কৌশলগত পরিকল্পনা অনুষ্ঠান সম্পন্ন