ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

আইসিএমএবি’র ৫৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১২-২০২৫ দুপুর ৪:৪৯

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএ ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ, সাবেক সভাপতিসহ কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন। এজিএম-এ প্রতিষ্ঠানের গত বছরের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আইসিএমএবি’র নির্বাহী পরিচালক জনাব মো. মাহবুব-উল-আলম, এফসিএমএ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পেশাগত উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। তিনি সদস্যদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে তিনি সিএমএ পেশায় উদ্ভাবন, রূপান্তর ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে চলতি বছরে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
সিএমএ পরীক্ষা ব্যবস্থার বছরব্যাপী কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন সহ-সভাপতি জনাব আবদুল মতিন পাটোয়ারী, এফসিএমএ। অপর সহ-সভাপতি জনাব মো. কাউসার আলম, এফসিএমএ ২০২৫ সালে সিএমএ শিক্ষা সংক্রান্ত কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

আইসিএমএবি’র সচিব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এফসিএমএ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও অর্জনের পাশাপাশি নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করেন।
এজিএম-এ উন্মুক্ত আলোচনার সুযোগ থাকায় সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বিভিন্ন পেশাগত বিষয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। প্রশ্নোত্তর পর্বে ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সভায় স্বচ্ছতা, জবাবদিহি ও সম্পৃক্ততার শক্তিশালী চিত্র তুলে ধরে।

এজিএমের পাশাপাশি একই দিনে আইসিএমএবি কাউন্সিল নির্বাচন এবং ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল (ডিবিসি) নির্বাচনও অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

হাসান তারেক চৌধুরী ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসেবে যোগদান

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে মো: জাফর ছাদেকের পদোন্নতি

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ড্যাব নিটোর শাখার গভীর শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্ৰুপ গভীর শোকাহত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক

উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিতে আস্থার নাম শিন-শিন জাপান হাসপাতাল

আইসিএমএবি’র ৫৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২০২৫’ অনুষ্ঠিত

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬

বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস ও এমপ্লয়িজ কনফারেন্স এবং কৌশলগত পরিকল্পনা অনুষ্ঠান সম্পন্ন