হিসাব মিলছে না বিএনপি–জাপার, ফুরফুরে মেজাজে জামায়াত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে রাজনীতির মাঠে তৈরি হয়েছে ব্যতিক্রমী ও বহুমাত্রিক সমীকরণ। দলীয় প্রার্থীর পাশাপাশি শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয় উপস্থিতিতে নির্বাচনী লড়াই হয়ে উঠেছে অনিশ্চিত ও টানটান। বিশেষ করে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) পড়েছে বড় ধরনের কৌশলগত চাপে। বিপরীতে তুলনামূলকভাবে সংগঠিত অবস্থানে থেকে আত্মবিশ্বাসী জামায়াতে ইসলামী।
এই আসনে আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী—সদ্য বহিষ্কৃত গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ এবং জাতীয় পার্টির টিকিটে এর আগে দুইবার সংসদ নির্বাচনে অংশ নেওয়া আইনজীবী অ্যাডভোকেট এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। তাঁদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামা পুরো নির্বাচনী হিসাব-নিকাশই নতুন করে সাজিয়ে দিয়েছে।
আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ সাঘাটা–ফুলছড়ি এলাকায় দীর্ঘদিনের পরিচিত মুখ। বগুড়ার রাজনীতি থেকে উঠে আসা এই নেতা স্থানীয় সমাজসেবা, ব্যবসা ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজস্ব শক্ত অবস্থান তৈরি করেছেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে নামায় বিএনপির ভোটব্যাংক এখন বিভক্ত হওয়ার আশঙ্কায়।
নিশাদের নির্বাচনী কৌশল মূলত ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, স্থানীয় উন্নয়ন উদ্যোগের প্রতিশ্রুতি এবং চরাঞ্চলের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ—এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে। তিনি প্রচারণায় বারবার তুলে ধরছেন নদীভাঙন রোধ, চরবাসীর পুনর্বাসন এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়নের কথা। এতে দলের ভেতরের একাংশ নীরবে হলেও তাঁর প্রতি সহানুভূতিশীল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
অন্যদিকে অ্যাডভোকেট এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু জাতীয় পার্টির রাজনীতিতে পরিচিত নাম। দুইবার সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা, আইনজীবী হিসেবে দীর্ঘদিনের পেশাগত সুনাম এবং সাংগঠনিক যোগাযোগ—সব মিলিয়ে তিনি নিজেকে অভিজ্ঞ ও পরিপক্ব বিকল্প হিসেবে তুলে ধরছেন।
রঞ্জুর প্রচারণার মূল বার্তা হচ্ছে সংবিধান, আইনের শাসন ও বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা। তিনি বলছেন, চরাঞ্চলের সমস্যার সমাধান শুধু প্রতিশ্রুতি নয়, বরং পরিকল্পিত নদীশাসন, বাজেট বরাদ্দ আদায় এবং প্রশাসনিক সক্ষমতা দিয়ে করতে হবে। এই বক্তব্য শহর ও আধা-শহর এলাকার শিক্ষিত ভোটারদের মধ্যে কিছুটা ইতিবাচক সাড়া ফেলছে।
ভোটারদের মূল চাওয়া : নদীভাঙন ও জীবন-জীবিকা সাঘাটা ও ফুলছড়ি—দুটি উপজেলাই যমুনা নদীবেষ্টিত চরাঞ্চলপ্রধান এলাকা। এখানকার মানুষের প্রধান দুঃখ নদীভাঙন। প্রতি বছর শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। ভোটারদের ভাষায়,
“ভোট চাইতে সবাই আসে, কিন্তু ভাঙন শুরু হলে আর কাউকে পাওয়া যায় না।”
নদীশাসন, টেকসই বাঁধ, পুনর্বাসন, নিরাপদ বাসস্থান—এগুলোই এবারের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু। পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্যমূল্য, হিমাগার, স্বাস্থ্যসেবা, চরাঞ্চলের স্কুল-মাদ্রাসার উন্নয়ন, নিরাপদ পানি ও বিদ্যুৎ সুবিধাও ভোটারদের চাওয়ার তালিকায় রয়েছে। তরুণ ভোটাররা চাইছেন কর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণ।
এই জটিল পরিস্থিতিতে জামায়াতে ইসলামী তুলনামূলকভাবে সংগঠিত ও একক অবস্থান ধরে রেখে মাঠে সক্রিয় রয়েছে। দলটি নৈতিক রাজনীতি, শৃঙ্খলিত কর্মী কাঠামো এবং চরাঞ্চলের মৌলিক সমস্যা সমাধানের কথা বলে প্রচারণা চালাচ্ছে। ফলে বিএনপি ও জাপার অভ্যন্তরীণ বিভাজনের সুযোগ নিতে চায় জামায়াত—এমনটাই স্থানীয় পর্যবেক্ষকদের ধারণা।
সব মিলিয়ে গাইবান্ধা-০৫ আসনের নির্বাচন এবার শুধু দল বনাম দলের লড়াই নয়। এখানে বড় প্রশ্ন—স্বতন্ত্র প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বনাম দলীয় পরিচয়, অভিজ্ঞতা বনাম আবেগ, প্রতিশ্রুতি বনাম বাস্তব পরিকল্পনা।
শেষ পর্যন্ত চরাঞ্চলের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ এবং তরুণ ভোটাররা কাকে বিশ্বাস করবেন—সেটাই নির্ধারণ করবে এই আসনের ভাগ্য। গাইবান্ধা-০৫ যেন এবারের নির্বাচনে হয়ে উঠেছে পুরো দেশের একটি প্রতিচ্ছবি—যেখানে উন্নয়ন, নেতৃত্ব ও আস্থাই শেষ কথা।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২