উদ্বোধনের ১০ বছরেই ধ্বংসের পথে মনপুরা ফায়ার স্টেশন: কার গাফিলতায় ঝুঁকিতে দেড় লক্ষ মানুষ?
বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০১৫ সালে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি উদ্বোধনের মাত্র এক দশক না যেতেই ধ্বংসের মুখে পড়েছে। ভবনটির মূল পিলার ও সেন্টারিংয়ে বড় বড় ফাটল দেখা দেওয়ায় এটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে এটি কি নির্মাণকালীন অনিয়মের ফল, নাকি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর চরম গাফিলতির পরিণতি?
জানা গেছে, সাবেক সংসদ সদস্য ও তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব আনুষ্ঠানিকভাবে ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় এটিকে মনপুরার অগ্নি নিরাপত্তায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তুলে ধরা হলেও বাস্তব চিত্র আজ সম্পূর্ণ বিপরীত।
ভবনের কাঠামোগত দুর্বলতা এতটাই প্রকট যে স্টেশনটিতে কর্মরত ৮ জন ফায়ার ফাইটার ও ২ জন ড্রাইভার জীবনের ঝুঁকি বিবেচনায় ভবন ত্যাগ করতে বাধ্য হয়েছেন। বর্তমানে তারা ভাড়া বাসায় অবস্থান করছেন। ফলে কার্যত অচল হয়ে পড়েছে মনপুরা ফায়ার স্টেশন। এতে করে উপজেলার প্রায় দেড় লক্ষ মানুষের জানমাল চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
দুর্যোগপ্রবণ এই দ্বীপ উপজেলায় অগ্নিকাণ্ড, ঝড় কিংবা অন্যান্য জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফায়ার স্টেশন ভবনই যখন বসবাস ও ব্যবহারের অযোগ্য, তখন জরুরি সেবার নিশ্চয়তা নিয়ে দেখা দিয়েছে গভীর শঙ্কা।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলার উপসহকারী পরিচালক লিটন আহমেদ সকালের সময় কে বলেন,
“মনপুরা উপজেলার ফায়ার স্টেশনটির বেহাল অবস্থার বিষয়টি আমরা অবগত। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি গণপূর্ত বিভাগ, ভোলা বরাবর পাঠানো হয়েছে।”
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে উদ্বোধনের মাত্র ১০ বছরের মাথায় একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কীভাবে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাল? নির্মাণের সময় মান নিয়ন্ত্রণ ছিল কি না, আর থাকলে কেন এত দ্রুত ফাটল ধরল ভবনের মূল কাঠামোয়?
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দীর্ঘদিনের অবহেলা ও তদারকির অভাবেই আজ মনপুরাবাসী অগ্নি নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাচ্ছে। দ্রুত তদন্ত, দায় নির্ধারণ এবং বিকল্প নিরাপদ স্থানে ফায়ার স্টেশন চালুর দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও জরুরি পদক্ষেপ এখন মনপুরাবাসীর প্রাণরক্ষার জন্য সময়ের দাবি।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার
মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা