ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চড়ুইগদি গ্রামে মোটা অংকের যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী গৃহবধূ স্বামী, শ্বশুর ও শাশুড়িকে বিবাদী করে এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া ছুট বেলবাড়ী গ্রামের এক নারীর পার্শ্ববর্তী চড়ুইগদি গ্রামের মাসুদ রানার (২৪) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। এরই সুবাদে গত ১৬ এপ্রিল মাসুদ রানা ওই নারীকে কাবিননামা মূলে বিয়ে করেন। বিয়ের পরপরই মাসুদের পরিবারের লোকজন ওই নারীকে পুত্রবধূ হিসেবে মেনে না নিয়ে বাড়ির ঘরে প্রবেশ করতে দেয়নি। মাসুদ ঢাকায় চলে গেলে ওই নববধূ বারান্দায় কার্পেট বিছিয়ে বসবাস করে আসছিলেন। এ অবস্থায় মাসুদের পরিবারের লোকজন গৃবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। নির্যাতনের একপর্যায়ে মোটা অংকের টাকা যৌতুক দাবি করে গত ২২ সেপ্টেম্বর গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও বেধড়ক মারপিট করে মাসুদের পরিবার। পরে ওই নারীর পরিবারের লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করে। এর পরপরই ওই নারী বালিয়াডাঙ্গী থানায় মামলা দিতে গেলেও কর্তৃপক্ষ কালক্ষেপণ করে মামলা না নিলে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ওই ভুক্তভোগী।
মামলায় স্বামী মাসুদ রানা (২৪), শ্বশুর মোহাম্মদ আলী (৪৫) ও শাশুড়ি সুফিয়া বেগমকে (৪০) আসামি করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে অভিযোগটি অনুসন্ধানের জন্য জেলা সমাজসেবা অফিসারকে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দিয়ে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল এবং আগামী ২৮ অক্টোবর অনুসন্ধান প্রতিবেদন প্রাপ্তি ও পরবর্তী আদেশের দিন ধার্য করেন।
এমএসএম / জামান
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!
পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)
চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭
গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক