পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও খেলাফাত মজলিসের আমীর মুফতি আল্লামা মামুনুল হক বলেছেন, দশ দলীয় ঐক্য জোটের মাধ্যমে দেশজুড়ে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে—বাংলাদেশের জনগণ পরিবর্তন, সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর-২ আসনের নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আসনে দশ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব শামীম সাঈদী।
মামুনুল হক বলেন, একটি রাজনৈতিক মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিত অপকৌশল গ্রহণ করেছে। তিনি বলেন, গত ১৫ বছরে দেশে যে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা এবং স্বৈরতান্ত্রিক শাসন চলেছে, তার বিরুদ্ধে জনগণই শেষ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, “বাংলাদেশকে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের যাঁতাকল থেকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই আন্দোলনের কোনো একক নেতা ছিল কি? ছিল না। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এ দেশের আপামর জনসাধারণ।”
তিনি আরও বলেন, জনতার ঐক্যই ছিল সেই আন্দোলনের প্রধান শক্তি। যেভাবে ঐক্যবদ্ধ জনগণের চাপে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ভেঙে পড়েছিল, ঠিক তেমনি আজও জনগণের ঐক্যের স্রোতে সব ষড়যন্ত্র ও অন্যায় রাজনীতি ভেসে যাবে—ইনশাল্লাহ।
পিরোজপুর-২ আসনের ভোটারদের উদ্দেশে মামুনুল হক বলেন, “সংগ্রামী জনতা হিসেবে আপনারাই প্রমাণ করবেন যে এ দেশের মানুষ বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চায়। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আপনারা যদি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদীকে নির্বাচিত করেন, তাহলে তা হবে পরিবর্তনের পক্ষে এক ঐতিহাসিক রায়।”
তিনি বলেন, দশ দলীয় ঐক্য জোটের মূল ভিত্তি হলো বাংলাদেশকে ভালোবাসা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এই ঐক্য কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
জনসভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী এবং পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শামীম হামিদী।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই। তাঁরা দাবি করেন, দশ দলীয় ঐক্য জোট জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং এই জোটই আগামী দিনে দেশে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আরমান / আরমান
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা
"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"
পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক
রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত
কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার
বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক
৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা
নোয়াখালীতে গণপিটুনিতে ৬ ডাকাতি মামলার আসামীকে হত্যা, মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন
Link Copied