পাঁচবিবি স্টেশনের দুরবস্থা

ব্রিটিশ আমলে স্থাপিত জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে অদ্যাবদি আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। যদিও প্রতিদিন শত শত যাত্রী এ স্টেশন দিয়ে ট্রেনযোগে যাতয়াত করেন। টিকিট বিক্রয়ের মাধ্যমে সরকার যথেষ্ট রাজস্ব পেলেও নেই স্টেশনের উন্নয়ন ও ভালো যাত্রীসেবার কোনো ব্যবস্থা। স্টেশনটিতে ৬টি আন্তঃনগর ও ২টি মেইল ট্রেন যাত্রাবিরতির পাশাপাশি মালবাহী ট্রেনও নিয়মিত দাঁড়ায়।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, পাঁচবিবি থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি আজও বাস্তবায়ন হয়নি। পাঁচবিবি স্টেশনের প্লাটফর্মটি অধিক নিচু হওয়ায় শিশুসহ নানান বয়সের লোক ছাড়াও চিকিৎসার জন্য রোগীদের ট্রেনে ওঠা-নামায় অনেক কষ্ট পোহাতে হয়। এছাড়া প্লাটফর্মটির দৈর্ঘ্য কম হওয়ায় আন্তঃনগর ট্রেনের এসি বগিগুলো প্লাটফর্মের বাহিরে দাঁড়ায় এতে যাত্রীদের ট্রেনে উঠতে ও নামতে বেশ কষ্ট হয়। স্টেশনের বিশ্রামাগারটির অবস্থাও করুণ। করোনাকালে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিশ্রামাগারটি একেবারে ব্যবহারের অনুপযোগী হয়েছে পড়েছে। বসার চেয়ারগুলো একত্রে জড়ো করে রাখা হয়েছে। স্টেশনের মুখেই পানি নিষ্কাশনের ড্রেনের অবস্থা আরো করুণ, ময়লা-আবর্জনায় ভরা। পচা পানির গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ও যাত্রীদের ওই জায়গায় অবস্থান করা দুরূহ ব্যাপার।
ট্রেনযাত্রী ইনামুল হক বলেন, ট্রেনের পাদানী হতে প্লাটফর্ম অধিক নিচু হওয়ায় আমার মত অন্য যাত্রীদের ট্রেনে নামতে ও উঠতে বেশ কষ্ট হয়। তিনি আরো বলেন, শিশু ও রোগীদের ক্ষেত্রে কষ্ট অধিক, এজন্য প্লাটফর্মটি আর একটু উঁচু করলে সবার জন্য ভালো হয়।
পাঁচবিবি স্টেশন মাস্টার আব্দুল আওয়াল বলেন, স্টেশনের বেশকিছু সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। রেলের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ ও পাকশীর ডিআরএম স্যার কিছুদিন পূর্বে পাঁচবিবি স্টেশনটি পরিদর্শন শেষে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
এমএসএম / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
