৫ বছর আগের বিএনপি নেতা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী!
২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন মনসুর আলী। তিনি আদিতমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে ছিলেন। পরে দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন গত সংসদ নির্বাচনের আগে। তিনি আসন্ন ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শুধু তাই নয়, মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন মনসুর আলী বলে একাধিক সূত্র দাবি করছেন। তার মনোনয়ন চাওয়া নিয়ে চলছে ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া।
জানা গেছে, ২০১৬ সালের ৭ মে অনুষ্ঠিত সারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মনসুর আলী ২২ হাজার একশ ৪১ ভোটারের মধ্যে ভোট পেয়েছিলেন ২ হাজার ২শ ৯৫ ভোট আর আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম প্রধান নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৪শ ৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হুমায়ন কবির পেয়েছিলেন ৪ হাজার ৯ শ ৮৩ ভোট।
এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী দ্বিতীয় ধাপে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমুল থেকে ত্যাগী আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন চাওয়া হয়। মনোনয়ন প্রত্যাশী অনুযায়ী উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৩৪ জন নৌকা প্রতীকের জন্য আবেদন করেছেন। এরমধ্যে সারপুকুর ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন ৬ জন। এদের মধ্যে গত ৫ বছর আগের বিএনপি নেতা মনসুর আলীও নৌকা প্রতীকের প্রত্যাশী। বাকিদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের নেতা এসএম নীল কমল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হুমায়ন কবিরও।এলাকাবাসী জানান, ত্যাগী নেতাদের বাদ দিয়ে হাইব্রিড নেতাদের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার পায়তারা করা হচ্ছে। তারা দাবি করেন, সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা নেতাদের নৌকা প্রতীক দেওয়া হলে বৃহত্তর আন্দোলন নামবেন সারপুকুর ইউনিয়নবাসী।
আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আজিজুল ইসলাম বলেন, হাইব্রিড নেতাদের নৌকার প্রতীক দেওয়া হলে বিষয়টি সাধারণ জনগন মেনে নিবেন না। তিনি ত্যাগী আওয়ামীলীগ নেতাদের নৌকা প্রতীক দেওয়ার জোর দাবি করেন।
সারপুকুর ইউনিয়নের নৌকা প্রতীক প্রত্যাশী ও সাবেক বিএনপি নেতা মনছুর আলী বলেন, আওয়ামী লীগকে ভালবেসে বিএনপি ছেড়ে দলে যোগদান করেছি, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করে যাচ্ছি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী বলে জোর দাবি করেন।আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, দল যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষেই নেতাকর্মীদের কাছ করতে হবে। তিনি আরো বলেন, মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিবেন।
এমএসএম / এমএসএম
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ৪ কোটি টাকার ইয়াবা ও নগদ অর্থসহ দুই সহোদর গ্রেফতার
রায়গঞ্জে খালের সেতু এখন মৃত্যুফাঁদ! ঝুঁকি নিয়ে ১০ গ্রামের মানুষের পারাপার
রাণীশংকৈলে মাদকসহ বাবা - ছেলে আটক
শিবচরের কৃষকেরা শীতকালীন ফসল নিয়ে ব্যস্ত সময় পার করছেন
পাইকগাছায় শিকারীকে জরিমানা: মুক্ত আকাশে ৯ টি পাখি অবমুক্ত
কেশবপুরে ক্রীড়া সংগঠক হজরত আলীর মৃত্যুে শোক
কোনাবাড়িতে ছাঁটাইকৃত শ্রমিকদের বিক্ষোভ
দোহাজারীতে নারী সবজি বিক্রেতা অঞ্জলির জীবন সংগ্রামের গল্প
বালিয়াকান্দিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ
চন্দ্রঘোনায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
রায়পুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর নির্বাচিত
সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
শালিখায় যুবদলের আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
Link Copied