আক্কেলপুরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে রেশমা খাতুন (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার গোপীনাথপুর ইউপির কাশিড়া গ্রামের ঘটেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে কাশিড়া গ্রামের পল্লী চিকিৎসক শহীদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (৪০) সকলের অগোচরে জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে। এসময় থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়। নিহত রেশমা খাতুন (৪০) দুই ছেলের জননী।
নিহতের বড় ছেলে শাহিনুর ইসলাম বলেন, ‘আমার মা দীর্ঘদিন থেকে মানষিকভাবে বিকারগ্রস্থ ছিল। সে কারণেই তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিবারের কারো সাথে কোন ঝগড়া বিবাদ ছিল না’।
থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে’।
এমএসএম / এমএসএম