জীবন দিয়ে হলেও জনগণের আমানত রক্ষা করবো : গাসিক মেয়র জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, নগরীর বিভিন্ন স্থানে লুটপাট বন্ধ করাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। জনগণের আমানতের খেয়ানত করা যাবে না। নিজের জীবন দিয়ে হলেও জনগণের আমানত রক্ষা করবো। যেসব কথা তোলা হয়েছে, সেসব কথা আমার নয়। ফাঁসানোর জন্য এসব করেছে। আমাকে জনগণ নির্বাচিত করেছে। আমি জনগণের জন্য রাতদিন কাজ করে যাচ্ছি। দশ বছরের কাজ পাঁচ বছরে করার চেষ্টা করছি। আপনারা নির্বাচন করবেন, করেন। জনগণকে কষ্ট দেয়ার অধিকার কারও নেই।
জাতির পিতা বঙ্গবন্ধু হলেন আমার অস্তিত্ব। ছোটবেলা থেকেই জাতির পিতার আদর্শ ধারণ করে ছাত্রলীগ- আওয়ামী লীগ করছি। অথচ মিথ্যা প্রচারণা দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হচ্ছে। নিজেদের স্বার্থে মানুষকে বিভ্রান্ত করতে ষড়যন্ত্র ও তৎপরতা চালানো হচ্ছে। সত্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, মেয়র নির্বাচিত হয়ে শত শত কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছিলাম। এবার ২১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছি। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড চলছে।
বিশ্বে কোথাও নজির নাই ৩১ হাজার বাড়িঘর জনগণ নিজে সরিয়ে দিয়ে যানজট মুক্ত শহর গড়তে সহযোগিতা করেছে। শেখ হাসিনার স্বপ্নের আধুনিক গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে চলবে। সড়ক প্রশ্বস্ত করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের টিনশেড বাড়ি, তাদের টেক্স ফ্রী করে দেওয়া হচ্ছে। মেয়র হিসেবে আমি সবার জন্য কাজ করতে চাই। এই শহর যে কোন মূল্যে আধুনিক শহরে পরিণত করতে হবে, এজন্য সবার সহযোগিতা চাই।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগর ভবনের হলরুমে বুধবার দুপুরে এক মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।নগরীর ১২৬ টি দুর্গা পূজামণ্ডপে ৩০ হাজার টাকা করে চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ নয়ন, অ্যাড. আমজাদ হোসেন বাবুল, পূজা উদযাপন পরিষদ নেতা মানিক চন্দ্র দে ও নারায়ন চন্দ্র, জেলা যুবলীগ আহবায়ক এসএম আলতাব হোসেনসহ কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় নগরের সকল পূজা মন্দির এর জন্য অর্থ বরাদ্দের বিষয় নিশ্চিত করে মেয়র জাহাঙ্গীর আলম হিন্দু ধর্মীয় উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, মানুষ হিসেবে সবাই যেন যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, সেজন্য মেয়র হিসেবে যা করণীয় সবকিছুই করতে আমি প্রস্তুত রয়েছি। প্রয়োজন হলে থানাভিত্তিক ও ওয়ার্ড ভিত্তিক জায়গার ব্যবস্থা করে মন্দির তৈরি করে দেবো। আপনাদের ধর্মীয় কাজে যাতে কেউ বাধা হয়ে দাঁড়াতে না পারে সে জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied