মির্জাগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা
মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে চাঁদনী (১৫)নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার দুপুরের দিকে উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মোঃ আউয়ুব আলী হাওলাদারের মেয়ে ও সুবিদখালী কলেজিয়েট নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, ছোট বেলা থেকে চাঁদনী একই গ্রামের তার নানা বাড়িতে থাকতো। ছোট সময় থেকেই একটু মানসিকভাবে অসুস্থ ছিলো বলে পরিবারের লোকজন জানান। আজ দুপুরের রান্না শেষে নানা হযরত আলী হাওলাদারকে খেতে দিয়ে তার নিজ শয়ন কক্ষে ডুকে।পরে সবাই ডাকাডাকি করলে রুম থেকে বের হয় না চাঁদনী।পরে দরজা ভেঙে দেখে নিজ পড়নের ওড়না গলায় পেচানোভাবে ফ্যানের সাথে ঝুলছে চাঁদনী।পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কী কারনে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম