ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সিলেট জেলায় ৬০৫টি মন্ডপে সাজ সাজ রব


সুমন ইসলাম  photo সুমন ইসলাম
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ২:৫০
ছবিঃ পরিকল্পনা,পরিচালনা ও প্রয়োগঃ-রক্সেস বিশাল চক্রবর্ত্তী। আলোকচিত্রঃ-আব্দুল আলী আকাশ। রূপসজ্জাঃ-শাহ্জাদা আল ফয়সল। ছবি'তেঃ-রাহুল সেন গুপ্ত ও লিমা দাস।
ছবিঃ পরিকল্পনা,পরিচালনা ও প্রয়োগঃ-রক্সেস বিশাল চক্রবর্ত্তী। আলোকচিত্রঃ-আব্দুল আলী আকাশ। রূপসজ্জাঃ-শাহ্জাদা আল ফয়সল। ছবি'তেঃ-রাহুল সেন গুপ্ত ও লিমা দাস।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের বৃহৎত্তম উৎসব শারদীয়া দুর্গাপূজা। পাঁচদিনের এ উৎসব শেষ হবে ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাবমাধুরীর সঞ্জীবন।তাই আনন্দিতা শ্যামলীমাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ-শক্তিরূপিনী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা। থজগত জননী মহামায়া মা আসছেন।

 হবে উৎসব আনন্দ মুখরতা। দুর্গাৎসবকে কেদ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজরব,চলছে শেষ মুহুর্তের কেনাকাটা আর প্রস্তুতির কাজ । সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টর দমন আর শিষ্টর পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিলো মর্ত্যলাক।

 এরই ধারাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় উৎসব হিসবে দূর্গাপূজা উদযাপন করে আসছেন। আগামী ১১ অক্টোবর সোমবার বেলতলায় ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে মূল দেবী বন্ধনা। এ অনুষ্ঠান চলবে পাঁচ দিনব্যাপী। ১৫ অক্টোবর মহাদশমীর মধ্যদিয়ে শেষ হবে প্রতিমা বিসর্জন। 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট ৬০৫টি মন্ডপে হবে দুর্গাপূজা। মহানগরে আছে ৬৫টি মন্ডপ। সিটি কর্পোরেশন এলাকায় সার্বজনীন ৫০টি ও পারিবারিকভাবে ১৫টি মন্ডপে পূজা হবে। এরমধ্যে সিলেট সদর উপজেলায় সার্বজনীন ৫৮টি। দক্ষিণ সুরমা উপজেলায় ২১টি ও পারিবারিক ১টি। গোলাপগঞ্জ উপজেলায় সার্বজনীন ৫৮টি ও পারিবারিক ৩টি। বালাগঞ্জ উপজেলায় সার্বজনীন ৩০টি ও পারিবারিক ২টি। কানাইঘাট উপজেলায় সার্বজনীন ৩৮টি। জৈন্তাপুর উপজেলায় সার্বজনীন ২৩টি। বিশ্বনাথ উপজেলায় সার্বজনীন ২৩টি ও পারিবারিক ২টি। গোয়াইনঘাট উপজেলায় সার্বজনীন ৩৬টি। জকিগঞ্জ উপজেলায় সার্বজনীন পূজা ৪টি। বিয়ানীবাজার উপজেলায় সার্বজনীন পূজা ৩৭টি, পারিবারিক ৯টি। কোম্পানীগঞ্জ উপজেলায় সার্বজনীন ২৭টি। ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় সার্বজনীন ৩৮টি। ওসমানীনগর উপজেলায় সার্বজনীন পূজা ২৭টি ও পারিবারিক ৮টি পূজা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা যায়, কোথাও খড় দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করছেন আবার কোথাও শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় কৃত্রিম জীবন পাচ্ছেন মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও শিবমূর্তি। দিনভর পরিশ্রমে প্রতিমা শিল্পীদের দম ফেলার সময় নাই। ইতিমধ্যেই প্রতিমার মাটির কাজ শেষ করে রঙ তুলির আঁচড় ও সাজসজ্জার কাজ চলছে।এদিকে, শারদ উৎসব উপলক্ষে নগরীর বিপণিবিতানগুলাতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে  কেনাকাটা।শহরে বেড়েছে তীব্র যানযট এসব সামাল দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা, পাশাপাশি দুর্গাপূজায় সিলেটের পূজা মন্ডপ গুলোতে নিñিদ্র নিরাপত্তা জোরদার করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।সিলেটে নগরীর হিদুধর্মালম্বীদর এই পূজাতে সকল ধর্মের মানুষকেই আনন্দ উপভোগ করতে দেখা যায়। গত ৬ই অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয় পবিত্র মহালয়া। আগামী ১০ অক্টোবর রবিবার মহাপঞ্চমী, ১১ অক্টোবর সোমবার মহাষষ্ঠী, ১২ অক্টোবর মঙ্গলবার মহাসপ্তমী, ১৩ অক্টোবর বুধবার মহাঅষ্টমী, ১৪ অক্টোবর বহস্পতিবার মহানবমী, ১৫ অক্টোবর শুক্রবার বিজয়া দশমী ।

পূজার প্রস্তুতি প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকট রঞ্জন ঘোষ বলেন, এবার করোনাভাইস-এর কারণে আমরা অনেকগুলি নির্দেশনা মেনে পূজা আয়োজন করার প্রদক্ষেপ নিয়েছি। সিলেট জেলায় শান্তিপূর্ণ  ভাবে পূজা আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা, জেনারেটর রাখা ও পরিদর্শন বই রাখার জন্য আমরা সবাইকে অনুরোধ করেছি। আশা রাখছি এবার সবার সম্মিলিত প্রচেষ্ঠায় শারদ উৎসব আনন্দ-উল্লাসে পালিত হবে।

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, দুর্গাপূজায় সিলেটের পূজা মন্ডপ গুলোতে  নিñিদ্র নিরাপত্তা জোরদার করা হবে। মন্ডপ গুলোতে রাখা হবে বাড়তি নজরদারি, থাকবে গোয়েন্দা তৎপরতাও।
উল্লেখ্য, এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে, চলে যাবেন পালকিতে চড়ে।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত