হাটহাজারীতে গাঁজাসহ আটক
চট্টগ্রামে হাটহাজারী থানার পৌরসদরস্ত মাটিয়া মসজিদ এলাকা থেকে মোঃশাহাজাহান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারী (সার্কেল -ক)। এসময় আসামীর নিকট থেকে ১হাজার গ্রাম (১কেজি) গাঁজা উদ্ধার করা হয়।
৮অক্টোবর( শুক্রবার) সকালে দিকে পৌরসদরস্ত ৭নং ওয়ার্ডের মাটিয়া মসজিদ এলাকার গফুর মিয়া কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পৌরসদরস্ত ৮নং ওয়ার্ডের দক্ষিন মিরেরখীল এলাকার ননা মিয়া সওদাগরের বাড়িরমৃত আবদুস সবুর এর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হাটহাজারী সার্কেলের ক এর উপ পরিদর্শক মোঃশফিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরস্ত ৭নং মাটিয়া মসজিদ এলাকায় গফুর মিয়ার কলোনি থেকে টিনের ঘর দুই কক্ষে বিশিষ্ট বসতঘর থেকে স্থানীয় জনগনের উপস্থিতে তল্লাশি করে কাগজে মোড়ানো ১কেজি গাঁজাসহ শাহজাহানকে আটক করি।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশোধিত ২০২০ সনের ৩৬(১)(১৯)ক ধারায় হাটহাটহাজারী মডেল থানা মামলা দাযের করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম