আক্কেলপুরে শিক্ষার্থীদের মানসিক প্রফুল্লতা বাড়াতে প্রতিযোগিতা
দীর্ঘ সময় পর অতিমারি করোনা পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত। এই সময় শিক্ষাথীদের মানসিক প্রফুল্লতা বাড়াতে ও মানসিক অবসাদ কাটাতে জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।রবিবার বেলা ১১ টায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিল এর আয়োজনে এই প্রতিযোগিতার যাবতীয় ব্যবস্থা করে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহাদত ইসলাম সাহেদ।
প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর প্রায় ৩’শ জন ছাত্রছাত্রী। বিদ্যালয়ে শিক্ষকদের পাশাপাশি সহায়তা করে ফেসবুক গ্রুপ ভালবাসার আক্কেলপুর এর সদস্যরা। প্রতিযোগিতায় বিচারকদের দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষক শামছুল আলম চাঁন,জাদিুল ইসলাম, মাসুদ পারভেজ, স্বপন কুমার দাশ, রেজানুর ইসলাম প্রমুখ।শিক্ষার্থীরা জানায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের খুব ভাল লাগছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন,‘ এসকল প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্তীদের মনোবল বাড়ে। বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ে।’
এমএসএম / এমএসএম