জানালার গরাদে
জানালার গরাদেইসমেত জাকিয় রহমান, আয়ারল্যান্ডকতদিন দূর হতে দেখেছিলাম তোমাকে,সেই সবুজে ছাওয়া পথে।পরন্ত রোদে উজ্জ্বল এক বিকেলে-আকাশের হালকা মেঘে ছিল,গোধূলির ছবি আঁকা।তোমরা বন্ধু ক’জনা চটুল,ছিলে গাল গল্পে মশগুল।ছিল প্রাণ খোলা হাসি উচ্ছল।কত কথা ঝরছিল অনর্গল!থেকে থেকে অঙ্গের ভঙ্গীতে,যেন উদ্বেল যৌবনের স্ফুলিঙ্গ।আমি আবাক হয়ে-দূরের এক জানালার গরাদে মাথা রেখে,অধীর হয়ে দেখছিলাম তোমাকে।তুমি চলেছ আনন্দে মেতে!আমার দৃষ্টির পরিসীমা ছেড়ে-যাবে জানি সেই রাস্তার শেষে,হারিয়ে যাবে সবুজ-সারি গাছের আড়ালে।মনে জেগেছিল বাসনা, চিৎকার করে বলি,বড় সাধ মোর আমিও যাব!যাব তোমার সাথে হাত ধরে,চলে যাবো দূরে বহুদূরে।কিন্তু সে কথাতো হল না বলা!সে ডাক হলো না কখনো সোচ্চার বাস্তবে।তাই তোমার আমার পথ এ জগতে,এঁকে দিল বিধি বিপরীতে।তবু আমি এখনো ঐ জানালার গরাদে,কাদাপি মাথা রেখে ভাবি সেদিনের কথা-আমার খোশখেয়ালের নিবাসে।
এমএসএম / এমএসএম
কবি অনিতা আনন্দ কবিতার জন্মদিন আজ
রঙ্গ ব্যঙ্গ
একজন ফাঁকিবাজ
বৃষ্টি ভালোবাসো!
নিষ্ফল ডায়েট
মুখোশ
অনিকেত জীবনের গল্প
আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’
বহুরূপী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা
একুশ ও আমরা
মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
Link Copied