ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শীতার্ত


নীনা হাসেল, কানাডা photo নীনা হাসেল, কানাডা
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ২:১৪
শীতার্ত
নীনা হাসেল, কানাডা
 
শরতের শীতার্ত ঝরা পাতার
পিছু পিছু শীত নামছে
হলুদ বাদামী মনমরা পাতার গালিচায়
ঢেকে গেছে সবুজ দূর্বাদল
ধেয়ে আসছে শীত
জুবুথুবু আমার মত
ভারি কালো কোট
বস্তার মত
মুখ কান ঢাকা টুপি
নানা রঙের হিপ্পি দস্তানা
কালো ককটেইল ড্রেস
অভ্যন্তরে অন্তর্বাসের মত
দৃষ্টির অন্তরালে 
গো ট্রেইন ছুটে যায়
দু'পাশে এখন মাটির গভীরে
ডেফোডিল
টিউলিপ
ক্রোকাস
গভীর ঘুমে সমাহিত
বসন্তে জেগে উঠবে
রঙ নতুন পাতার
সুগন্ধ বিলাসে।

এমএসএম / এমএসএম