ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শাহজাদপুর রংধনু মডেল স্কুলে ঋতু রাণী হেমন্ত বরণ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ৩:৫৩

 সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে নানা আয়োজনের মাধ্যমে ঋতু রাণী হেমন্তকে বরণ করে নেয়া হলো। রোববার (১৭ অক্টোবর) সকাল ৭টায় থেকে হেমন্ত বরণ উৎসব শুরু হয়ে চলে সকাল ১০টা পর্যন্ত।

এদিন রংধনু মডেল স্কুলের শিশু শিক্ষার্থীরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পেশার মানুষের ও জীবনযাত্রার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। মুহুর্তেই যেনো মনে হয় কোন এক গ্রামের মেঠো সবুজ প্রকৃতিতে আমরা ফিরে গেছি।তাদের যেসকল গ্রাম্য প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে সেগুলো হলো- জেলে, ঢেকি দিয়ে ধান ভাঙা, রোদে ধান শুকানো, কুলা দিয়ে ধান ঝাড়া, মাঠে গরু নিয়ে রাখাল, মাটির শানকিতে পেয়াজ মড়িচ দিয়ে পান্তা ভাত খাওয়া, কৃষকের ধান কাটা ও গ্রাম্য নাচ ফুটিয়ে তোলে।
রংধনু মডেল স্কুলের হাজারো শিক্ষার্থী ও অভিভাবকরা সারিবন্ধভাবে মন্ত্রমুগ্ধের মতো হেমন্ত বরণের বর্ণাঢ্য এই আয়োজনটি উপভোগ করেন।

সাদার মায়া আর মন মাতানো সুবাসে ছেয়ে থাকা শিউলি ফুল যখন আপনার আঙিনায় উজার হয়ে পড়ে থাকে তখনই হেমন্তের শুরু! শুধু কি শিউলি ফুল? দোলনচাঁপার হৃদয় ছুঁয়ে যাওয়া সুগন্ধ আমাদেরকে হেমন্ত কালে আবদ্ধ করে রাখার জন্য যথেষ্ট। সাদার পবিত্রতা আর সুবাসে মোহিত হয়ে চলুন হেমন্ত কালকে বরণ করে নেই। ঋতু রানী হেমন্ত এমনিতেই তো আর রানীর মুকুট পায়নি। তার এমন প্রাচুর্য্যের ঢের তাকে এনে দিয়েছে এই খ্যাতি। 


শরৎকাল বর্ষার কিছুটা পরে আসে। শরতের শেষ ভাগে এসে বৃষ্টি কিছুটা কমতে থাকে। সারি সারি মেঘ ভেসে বেড়ানো আকাশের গায়ে এসে পড়ে কুয়াশার আলতু স্পর্শ। হেমন্তের শুরুটা সেখান থেকেই। তবে শহরে হেমন্তের ঋতুর বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন। দিনগুলো একটু একটু করে কীভাবে যেন ছোট হয়ে আসে। বেলা পড়ে গেলেই সন্ধ্যা ঘনিয়ে আসে দ্রুত। রোদও হারিয়ে ফেলতে থাকে তার তেজ। এসব দেখেই সকলের অনুভব হয় বদলে যাচ্ছে ঋতু। হেমন্ত চলে এসেছে। মনমুগ্ধকর এই ঋতুতে চাইলে আপনি অনেক কিছু করে সময় কাটাতে পারেন। যে কারণগুলোর জন্য হেমন্ত কাল সকলের কাছে প্রিয়।  

মন জুড়িয়ে যাওয়া সৌন্দর্যের বর্ণনা দেয়া কি সহজ? মোটেও না। রঙ নিয়ে এমন নিখুঁত খেলা খেলবার ক্ষমতা কেবল প্রকৃতিরই আছে। আকাশের এই সৌন্দর্য যেন পৃথিবীর বাকী সবকিছুকেই হার মানায়। এমন ঝলমলে প্রাণবন্ত আকাশ যে কারও মন মূহুর্তেই ভালো করতে পারে। মেঘের রাজ্যে টুকরো টুকরো নীলকে হারিয়ে যেতে দেখবার জন্য এই হেমন্ত কাল সেরা। 
কাশফুলে যেমন ছেয়ে যায় এই মাটি, তেমনি সাদা মেঘে ভরে যায় আকাশ। মেঘের ভেলায় বাস্তবে হারিয়ে যেতে ঘুরে আসুন খোলা মেলা কোন জায়গা থেকে, যেখান থেকে দূরের আকাশও যেন মনে হবে বেশ কাছের। আর এমন উজ্জ্বল দিন যখন পূর্ণিমা রাতে ঢলে পরে সেই দৃশ্য মনে ছাপ ফেলার জন্য যথেষ্ট। 
রংধনু স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিটি জাতীয় দিবস ও ছয়টি ঋতুকে কেন্দ্র করে আমরা সবসময় ভিন্ন আঙ্গিকে পালন করে থাকি। এরই ধারাবাহিকতায় ঋতুর রাজা বসন্তকে সবাই বরণ করে কিন্তু ঋতুর রাণী হেমন্তকে কেউ তেমন ভাবে বরণ করেনা। তাই আগামী প্রজন্মকে দেশের ছয়টি ঋতুর সাথে পরিচিত করতে আমরা এই আয়োজন করে থাকি। ঋতুর রাণীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে আজ বরণ করছি। আগামীতেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখবো। 
স্কুলের অভিভাবক নাজমুল আলম নাহিদ বলেন, আমরা ছোট বেলায় গ্রাম বাংলার কৃষকের ঘরে ঘরে এমন আয়োজন দেখলেও এখন আর দেখা যায়না। তাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে এই ঋতুর পরিচিতি দেখে আমরা অনেক খুশি।
পঞ্চম শ্রেণী শিক্ষার্থী রূপকথা বলেন, আমরা কখনই এমন আয়োজন দেখিনা। আজ হেমন্ত ঋতুকে বরণ করতে দেখে আমরা অনেক আনন্দিত। আমরা চাই আগামীতেও এমর আয়োজন অব্যাহত থাকবে।
শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরুলদী বলেন, ইট পাথরের শহরে গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে গেছে। কখন কোন ঋতুর আগমন তা এই প্রজন্ম মনে রাখেনা। বাংলার জাতীয়বাদ, বাংলার কৃষ্টি কালচার ধরে রাখতে ও আমাদের শিকরের কাছে পৌছে দিতে এই হেমন্ত উৎসব অনেক গুরুত্বপুর্ন। আমি আজ আনন্দিত এমন আয়োজন দেখে।  আমরা চাই প্রতিটি ঋতুকেই যেন এমন ভাবে পরিচিতি করে দিতে এমন আয়োজন অব্যাহত থাকে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন - ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন