নানা আয়োজনে কুবিতে শেখ রাসেল দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় এবং শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এ দিবসটি পালন করা হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ দিবসটি পালন শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। এরপর কেক কেটে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী দিবসটি উদযাপন করেন।
কেক কাটার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মদিন। অনাড়ম্বরভাবে দিনটি উদ্যাপনের ইচ্ছা থাকলেও মনে পড়ে যায় ১৫ আগস্টের কথা। ১৯৭৫ সালের ১৫ আগস্টে একটি শিশু পুত্রকেও ছাড় দেয়নি হায়েনার দল। তাই আনন্দ-বেদনার মাঝে দিনটি উদযাপন করতে হচ্ছে। রাসেল আমাদের স্মৃতি। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মদিন পালনের অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে তাকে হারানোর বেদনাও আমাদের মাঝে চলে আসে। এগার বছর বয়সের এই শিশুকে আমরা ভুলতে পারবো না। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং ছাত্রলীগ কুবি শাখার সভাপতি ইলিয়াছ হোসেন সবুজ বক্তব্য রাখেন।
এছাড়া সেসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, ডিনবৃন্দ, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক
