ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নানা আয়োজনে কুবিতে শেখ রাসেল দিবস পালিত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ৩:৪৮

নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় এবং শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এ দিবসটি পালন করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ দিবসটি পালন শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। এরপর কেক কেটে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী দিবসটি উদযাপন করেন।

কেক কাটার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মদিন। অনাড়ম্বরভাবে দিনটি উদ্যাপনের ইচ্ছা থাকলেও মনে পড়ে যায় ১৫ আগস্টের কথা। ১৯৭৫ সালের ১৫ আগস্টে একটি শিশু পুত্রকেও ছাড় দেয়নি হায়েনার দল। তাই আনন্দ-বেদনার মাঝে দিনটি উদযাপন করতে হচ্ছে। রাসেল আমাদের স্মৃতি। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মদিন পালনের অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে তাকে হারানোর বেদনাও আমাদের মাঝে চলে আসে। এগার বছর বয়সের এই শিশুকে আমরা ভুলতে পারবো না। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং ছাত্রলীগ কুবি শাখার সভাপতি ইলিয়াছ হোসেন সবুজ বক্তব্য রাখেন।

এছাড়া সেসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, ডিনবৃন্দ, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘায় লকডাউন প্রতিহতে সংগ্রামী দলের মশাল মিছিল

মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

জজের ছেলে তাওসিফ'র মৃত্যুর মূল কারণ-অতিরিক্ত রক্তক্ষরণ

জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের কমিটি ঘোষণা

বিরল রোগে আক্রান্ত মা ও ছেলে, অসহায়দের সাহায্যের আবেদন

নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মানিকগঞ্জে স্কুল বাসে আগুন: দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

ধামরাইয়ে বিএনপি'র লিফলেট বিতরণ

সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্টিত

মুকসুদপুরের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোরের নতুন জেলা প্রশাসক

মধুখালীর ডুমাইনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তার গাছের গুলাই বিক্রি