স্বাধীনতা বিরোধীরাই দেশে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীরাই সারাদেশে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। যারা কখনোই এদেশের স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিরোধিতা করে এসেছে, নানান সময়ে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে তারাই সারাদেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি(জবিশিস) কর্তৃক আয়োজিত সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধনে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরো বলেন, যখনই দেশে এমন কোনো ঘটনা ঘটে তখনই বলা হয় এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। যারা এদেশকে কখনো চায়নি, এখনও চায়না তারা কিন্তু চুপ করে বসে নেই। তারা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এখন দেশে যে ধরণের ঘটনা ঘটছে এসব তাদেরই পরিকল্পনা। আমাদের দেশে হাজার বছর ধরে অসাম্প্রদায়িকতার ঐতিহ্য নিয়ে আমরা বসবাস করি। এখানে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান যারা আছি সবাই একই পরিবারের মতো আমরা বসবাস করি। অন্য ধর্মালম্বীর যেসব ভাইয়েরা তারাও কিন্তু বিভিন্ন উৎসবে আমাদের বাড়িতে আসেন, আমরাও যাই। এভাবেই আমরা চলে আসছি শতশত বছর ধরে। এখানে হঠাৎ করে কি ঘটনা ঘটলো যে এমন হচ্ছে। এটা পরিকল্পিত ঘটনা। সরকার সবসময় চায়, দেশ শান্তিপূর্ণ থাকুক। দেশ শৃঙ্খলাবদ্ধ থাকুক, মানুষ শান্তিতে থাকুক। আমাদের ঐক্যবদ্ধভাবে এসব প্রতিহত করতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, দেশের চলমান পরিস্থিতি স্বাধীনতা বিরোধীদের পরিকল্পিত। তারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার পায়তারা করছে। আমাদের সবাইকে একত্রিত হয়ে এসব প্রতিহত করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনার মাধ্যমে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময়ই এসব সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে অবস্থান করবে।
প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক. ড. শামীমা বেগমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দসহ আরো অনেকে বক্তব্য রাখেন। তারা সারাদেশে চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied