ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কুবিতে মানববন্ধন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২১ দুপুর ৪:৩৪

সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে প্রতিবাদ ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবৃন্দ। এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিককরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন রাস্তায় নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহন চক্রবর্তীর সঞ্চালনায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসাইন বলেন, 'বাংলাদেশ স্বাধীন হয়েছে কোন ধর্মের ভিত্তিতে নয়। সকল স্তরের মানুষের অংশগ্রহণের কারণেই বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিল। অন্যায়-অত্যাচার যেখানে থাকবে সেখানে আমরা সবাই মিলে প্রতিহত করবো।'

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ বলেন, 'বাংলাদেশে এরকম ঘটনা নতুন না। কিছু গোষ্ঠী সংঘবদ্ধভাবে এ ঘটনাগুলো ঘটায়।  উগ্রতা কোন ধর্ম হতে পারে না। আমাদের পতাকার লাল-সবুজ অসাম্প্রদায়িকতার প্রতীক।'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, "সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা উদ্দেশ্যপ্রনিত। জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করতে অপশক্তিরা এই ঘটনা ঘটিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

শিক্ষকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, '১৯৪৭ সালে এই সাম্প্রদায়িকতার গোড়াপত্তন হয়। ১৯৯১,২০০১ সালের ঘটনায়  আমি প্রত্যক্ষদর্শী। আর ২০২১ এ কি ঘটছে আমরা সবাই দেখেছি। কুমিল্লার ঘটনার পর সরকার থেকে কয়েকজনকে ধরার পরও কীভাবে পর পর সারা দেশের বিভিন্ন অঞ্চলে আবার সহিংসতা ছড়ায়? শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়েছে কিন্তু এরপরও কে বা কারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাচ্ছে তা খুব দ্রুত বের করার আহ্বান জানাই।'

শিক্ষকদের মধ্য থেকে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনো সময় সংখ্যালঘুদের উপর হামলার মত ঘটনা ঘটাতে পারে না। তাহলে তারা কারা সেটা খুঁজে বের করতে হবে। সমাজে একজন আধ্যাতিক নেতা থাকলে তাকে যেমন ধারণ করতে হবে তেমনি একজন উগ্রবাদী নেতা থাকলে তাকেও ধারণ করতে হবে এবং মূল সমস্যার জায়গায় মেরামত করতে হবে।

এছাড়া এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগের নেতা ও সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

গলাচিপায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা