ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

কার্যকর দাবী


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৯-১০-২০২১ দুপুর ৪:৫৮

কার্যকর দাবী
কবি গোলাম মতিন রুমি

পনের ফেব্রুয়ারী দু'হাজার পনের ছিটবাসীর শেষ দাবী
ভাঙ্গতে হবে ওই বন্দিশালার দুয়ারের তালা চাবি।
চুয়াত্তরের মুজিব-ইন্দিরা  ছিট চুক্তির বাস্তবায়ন
করতে হবে দ্রুত, দিতে হবে তাদের  নিরাপত্তা, মূল্যায়ন।
ছিটমহল ভূমি মালিকানা জরিপ দুই দেশের উদ্যোগে,
ছিট সংগঠনের দীর্ঘদিনের ওই দাবি ছিল দখল স্বত্বে,
নাগরিকত্ব মানবাধিকার ভারতীয় বড়খেঙ্গির ছিটে,
মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই সব দাবী উঠে।
অধিকাংশ ছিটমহল প্রতিনিধি সভার প্রস্তাবিত পাঁচ দাবি
বাংলাদেশ-ভারত করে কার্যকর, শেখ হাসিনা-মমতা-মোদী।
বিশ্বে মানবতার রচিল ইতিহাস দুই দেশের পাঁচ নেতা,
বিলুপ্ত ছিটবাসী তাদেরে চিরদিন জানাবে কৃতজ্ঞতা।

এমএসএম / এমএসএম