ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ঐতিহাসিক আন্দোলন


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৯-১০-২০২১ বিকাল ৫:১৯
ঐতিহাসিক আন্দোলন
কবি গোলাম মতিন রুমি
 
বাংলাদেশ আর ভারতীয় ছিট মহলের নেতা 
এগার জুন দু'হাজার নয় জানায় দাবির কথা ।
ঢাকা জাতীয় প্রেসক্লাব গোল টেবিল বৈঠকে।
মতিন-উকিল মোজাহারুল ভারতীয় ছিটের পক্ষে,
বাংলাদেশ ছিটের খোকা-হাফিজুল-ইউনুসরা সাতজন
ছিট সংগঠনের দশ নেতা করল উত্থাপন।
নাগরিকত্ব মানবাধিকার মানবিক নিরাপত্তা আর, 
মুজিব-ইন্দিরা ছিট বিনিময়  চুক্তি কার্যকর।
মতিন রুমীর নেতৃত্বে ওই প্রতিনিধির দল
ছিট বিনিময় আন্দোলনের জোগায় নতুন বল।

এমএসএম / এমএসএম