বৈদ্যুতিক গোলযোগ
অন্ধকারে কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট
কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজ (নার্সিং ইনস্টিটিউট) ভবনে বৈদ্যুতিক গোলযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্রী হোস্টেল ভবনের কয়েকটি কক্ষে লাইট-ফ্যানের লাইন পুড়ে গিয়ে আগুনের ফুলকি বের হয়।
এরপর থেকে বিদ্যুত বিচ্ছিন্ন হলে গত ২২ ঘন্টা বিদ্যুতহীন অন্ধকারে ছিল পুরো প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন, হোস্টেল ও আবাসিক ভবন। বৈদ্যুতিক গোলযোগে কিছু লাইট ফেটে যাবার মতো শব্দ করে নষ্ট হবার ঘটনায় হোস্টেলে বসবাসকারী শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে আতংতিক হয়ে অজ্ঞানও হয়ে যান। তাদের চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, হাউজ কিপারসহ সংশ্লিষ্টরা বিদ্যুৎ, ভবন ও সেনেটারিসহ সকল কার্য-সম্পাদনকারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করলেও দীর্ঘ ২২ ঘন্টায়ও সমাধান আসেনি। ফলে, ভবনে পানি না থাকায় ভোগান্তি পোহাচ্ছে ৯৮ জন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। বিদ্যুত না থাকায় ব্যহত হয় প্রাতিষ্ঠানিক কার্যসম্পাদনও। এমনটি জানিয়েছেন কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজ’র নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ করুনা রানী বেপারী।
নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ করুনা রানী বেপারী বলেন, মঙ্গলবার রাতে আমাদের প্রতিষ্টানের বাইরের ট্রান্সফরমার এলাকায় আওয়াজ হয়ে আগুন দেখা যায়। এরপর আমাদের ভবনের ভেতর একটি লাইন ও বাগানের কয়েকটি লাইনে ক্রসকানেকশনের মতো হয়ে বৈদ্যুতিক আগুনের ফুলকি বের হয়। এসময় অবশ্য বৃষ্টি হচ্ছিল। বুধবার দিনের বেলা বিদ্যুত বিভাগকে দিয়ে লাইন ঠিক করা হয়। কিন্তু বুধবার সন্ধ্যায় আবার বৃষ্টি হলে হোস্টেলের কয়েকটি কক্ষে লাইট-ফ্যানের সুইচ এবং কানেকশনে বৈদ্যুতিক আগুনের ফুলকি বের হয়। হাউজকিপার ও শিক্ষার্থীরা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেয়। খবর পেয়ে অন্যদের নিয়ে পুরো সমস্যাটি অবলোকন করে সরকারি ভবনের যাবতীয় বিষয় নিয়ে কাজ করা গণপূর্ত ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্টদের অবহিত করেছি। বৃহস্পতিবার সকালে বিষয়টি লিখিত জানিয়ে বিদ্যুৎ সরবরাহ সচলে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু বিকাল ৪টা পর্যন্ত কোন বিভাগই আমাদের সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। এর আগেও বৈদ্যুতিক সমস্যা সমাধান করে দিতে কয়েকবার চিঠি দেয়া হয়েছে। তারও সুষ্ঠ সমাধান পাননি বলে অভিযোগ করেন করুনা রানী।
হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, আমাদের বিল্ডিংটার বয়স প্রায় ২৭ বছর। গত কয়েকবছর ধরে নানা জায়গায় সমস্যা দেখা দিয়েছে। এরমাঝে বৈদ্যুতিক শর্ট সার্কিট অন্যতম। মাঝে মাঝে লাইট বা ফ্যানের সুইচ টিপার সাথে সাথে সুইচ বোর্ড বা লাইট-ফ্যানের সংযোগে বৈদ্যুতিক ক্রসকানেকশনের গোলযোগ হয়ে আগুনের ফুলকি দেখা দিচ্ছে। এসব দেখে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। ভয়ে ভবনের বারান্দায়, নিচে বসে থেকে রাত পার করে সিংহভাগ শিক্ষার্থী। বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। ফলে পানি নেই ভবনের কোথাও। চরম দূর্ভোগ যাচ্ছে আমাদের। দায়িত্বশীলরা নানা জায়গায় যোগাযোগ করছে দেখছি, কিন্তু গত ২২ ঘন্টায় কোন সমাধান দেখছিনা। আমাদের অভিভাবকরাও উদ্বিগ্ন। ভবনে প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত না হলেও আমাদের ছুটি দিয়ে দিলে বাড়ি ফিরে যেতে পারতাম আমরা। সেটাও করছেন না কর্তৃপক্ষ।
নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ করুনা রানী বেপারী বলেন, অনেক শিক্ষার্থী ছুটি চেয়েছেন। করণীয় নির্ধারণে আমি উর্ধ্বতন মহলে যোগাযোগও করেছি। পরামর্শ অনুসারে গণপূর্ত ও স্বাস্থ্য প্রকৌশলে স্বশরীরে যোগাযোগ করছি। এরপরও যদি সমাধান না আসে তবে, প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার উদ্যোগ নিতে হবে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহি প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজ’র বৈদ্যুুতিক গোলযোগের বিষয়টি নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ করুনা রানী বেপারী আমাকে ফোনে রাতেই জানিয়েছিলেন। পরামর্শ মতো সকালে লিখিত দিয়েছেন এটা সত্যি। কিন্তু আমরা কক্সবাজারে কাজ শুরু করেছি একবছর হয়। এ সময়ে কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজ’র কোন কাজ আমরা করিনি। সেখানে কাজ শুরু করতে হলে মন্ত্রণালয় থেকে অনুমতি সাপেক্ষে করতে হবে। এতদিন গণপূর্ত-ই এখানকার কাজ করতো। জরুরী এ সমস্যাটাও গণপূর্তের সহযোগিতায় সম্পাদন করতে হবে।
কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহি প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ বলেন, কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজ’র বৈদ্যুতিক কোন সমস্যার বিষয়ে আমরা এখনো (বৃহস্পতিবার বিকেল পর্যন্ত) কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজে ৯৮ জন শিক্ষার্থী রয়েছে। এদের মাঝে ৯৩ জন ছাত্রী প্রতিষ্ঠানের হোস্টেলে অবস্থান করছেন। এখানে ক্লাসের পাশাপাশি হাতে-কলমে শিক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কাজ করেন শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied