ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শিক্ষক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ

পটিয়ায় ৮ বছরেও ফেরত দেয়নি স্কুল তহবিলের অর্থ


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৭-৬-২০২১ রাত ৮:২৪

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে অর্থ আত্মসাতে অভিযুক্ত ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাহবুবুল আলমকে বিদ্যালয়ের দাতা সদস্য করার সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ জুন) দুপুরে বিদ্যালয়টির ১৫ জন শিক্ষক-শিক্ষিকা পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ সময় তারা উপজেলা চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ প্রায় ১৫টি সরকারি শিক্ষক সংশ্লিষ্ট দফতরে অভিযোগের অনুলিপি প্রদান করেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়াও মাহবুবুল আলমের বিরুদ্ধে ২০১৩ সালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের নির্যাতনের অভিযোগও রয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন মাহববুবুল আলম। ওই সময়ে তিনি বিদ্যালয়ের মামলা পরিচালনার নামের অনিয়ম করে বিদ্যালয় তহবিল থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তদন্তে অনিয়ম ও দুর্নীতি হিসেবে দায়ী করে। এ ঘটনায় ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের পরিদর্শক খোরশেদ আলম স্বাক্ষরিত স্মারকমূলে এক চিঠিতে বিদ্যালয় পরিচালনা কমিটি ভেঙে দিয়ে মাহবুবুল আলমকে বিদ্যালয় তহবিলের এক লাখ টাকা ফেরত দিতে বলা হয়। ৮ বছর পার হয়ে গেলেও তিনি তহবিলের টাকা ফেরত দেননি।

এদিকে, বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুদ্দিন খালেদ বাবুল ও বর্তমান সভাপতি আহমদ নুরের যোগসাজশে মাহবুবুল আলমকে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। মাহবুবুল আলমও উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বিদ্যালয়টির অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের মাঝে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়।

বিদ্যালয় পরিচলানা কমিটির বর্তমান শিক্ষানুরাগী সদস্য শহীদুল ইসলাম জানিয়েছেন, একজন দুর্নীতিবাজ ও অনিয়মের দায়ে চিহ্নিত ব্যক্তিকে কোনো অবস্থায় দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে দেয়া হবে না। তাকে গত সভায় দাতা সদস্য নেয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলে আমি তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। সরকারি নির্দেশের বাইরে কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্ত না নিতে আমিসহ কমিটির বর্তমান অভিভাবক সদস্য তাপস গুহ এবং  শিক্ষক প্রতিনিধিরা প্রতিবাদ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ জানিয়েছেন, গত ৩১ মে বিদ্যালয় পরিচালনা কমিটির বৈঠকে মাহবুবুল আলমকে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অর্থ আত্মসাতের সাথে দাতা সদস্যের অন্তর্ভুক্তির কোনো সম্পৃক্ততা নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার জানিয়েছেন, অর্থ আত্মসাতে অভিযুক্ত ব্যক্তিকে পুনরায় দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করাটা কোনো অবস্থায় নিয়ম-নীতির মধ্যে পড়ে না। এমন সিদ্ধান্ত হবে বেআইনি ও আত্মঘাতী।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানিয়েছেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি জানান, ২০১৯ সালের ২১ আগস্ট আমি নিজেও মাহবুবুল আলমকে বিদ্যালয়ের ফান্ডের টাকা ফেরত দেয়ার জন্য একটি আদেশ দিয়েছিলাম। তিনি তাও অমান্য করেছে। বিদ্যালয়ের দাতা সদস্য কে হবে না হবে সেটা আমাদের বিষয় নয়। অনিয়ম করে উত্তোলন করা বিদ্যালয়ের অর্থ তহবিলের টাকা মাহবুবুল আলমকে ফেরত দিতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমদ নুর বলেন, কেউ যদি এ ধরনের লিখিত অভিযোগ দিয়ে থাকে তাহলে এটি স্কুলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। আমরা মাহবুবুল আলমকে দাতা সদস্য হিসেবে নয়, মূলত আজীবন দাতা হিসেবে অন্তর্ভুক্ত করেছি। যারা বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

এ ব্যাপারে মাহবুবুল আলমের সাথে মুঠোফোনে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এমএসএম / জামান

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন - ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন

উল্টোপথে ট্রাক ধাক্কা দিল সিএনজিকে প্রাণ গেল দু’জনের