শাহজাদপুর উপ-নির্বাচন
জামিরতায় আ’লীগের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত
আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে ক্ষমতাসীন আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতার পক্ষে জামিরতা ডিগ্রী কলেজ মাঠে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পোরজানা ইউনিয়নের জামিরতা ডিগ্রী কলেজ মাঠে পোরজনা ইউনিয়ন আ’লীগ, কৈজুরী ইউনিয়ন আ’লীগ, গালা ইউনিয়ন আ’লীগ ও সোনাতনী ইউনিয়ন আ’লীগের আয়োজনে এই কর্মীসভায় সঞ্চালনায় ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ। সভাপতিত্ব করেন, সাবেক সাংসদ চয়ন ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় আ’লীগের দায়িত্বপ্রাপ্ত এসএম কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এবিএম রিয়াজুল করিম কাউছার ও পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান। আরো বক্তব্য রাখেন, পোরজনা ইউনিয়ন আ’লীগের সভাপতি আমজাদ হোসেন, পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়োর হোসেন বাবু, গালা ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, সোনাতনী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুল হামিদ লাভলু (পিপি), বাংলাদেশ আ’লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করীম, গালা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিণ আকন্দ, ব্যাবসায়ী নেতা মনোরঞ্জন মোদক, জামিরতা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ্য আব্দুল বাছেদ, পোরজনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্রী অনিল কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজিব শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ। এসএম কামাল হোসেন তার বক্তব্যে বলেন, সামনে কাউন্সিল ও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ উপ-নির্বাচন আপনাদের জন্য একটা পরীক্ষা, আর এই পরিক্ষা হলো উপ-নির্বাচনের ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করা। যে ইউনিয়নে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবেনা সেই ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতিকে জবাবদিহিতা করতে হবে। তিনি উপস্থিত জনতার কাছে নৌকা প্রতিকে প্রফেসর মেরিনা জাহান কবিতার জন্য ভোট প্রার্থনা করেন। প্রফেসর মেরিনা জাহান কবিতা তার বক্তব্যে বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশে অভুতপূর্ব উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তিনি তার নির্বাচনী নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের জনগণের যে গণজোয়ার দেখছি তাতে নৌকার বীজয় কোন অপশক্তি রুখতে পারবেনা। আপনারা আমাকে ভোট দিয়ে এই উপজেলার উন্নয়নে সহযোগীতা করুন। পরিশেষে তিনি বলেন, আমার নাম এই বলে খ্যাত হোক-আমি তোমাদেরই লোক। পরে সাবেক এমপি উপস্থিত জনতা ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে কর্মী সভার সমাপ্তি ঘোষণা করেন। সভার সার্বিক সহযোগীতায় ছিলেন, গালা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ও জামিরতার বিশিষ্ট ব্যাবসায়ী ও উপজেলা যুবলীগের অন্যতম সদস্য বরাত আলী।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে আসনটি শুন্য ঘোষণা করে আগামী ২ নভেম্বর উপ-নির্বাচনের তারিখ উল্লেখ করে তফসীল ঘোষণা করে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ