ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রঙ্গমঞ্চ


লিপি আক্তার photo লিপি আক্তার
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ৪:০

সবাই কেবল লইতে আসে
দিতে আসেনা কিছু,
এই জগতের রঙ্গমঞ্চে 
আমি অভাগা শিশু।

হিংসা-বিদ্বেষ, দুঃখ- জ্বালা 
মোর ছাড়েনা পিছু, 
কইতে পারিনা মনের জ্বালা 
নিরবে বহি সবকিছু।

এমএসএম / এমএসএম